ঢাকার যানজটের পরিস্থিতি

আমাদের রাজধানী হচ্ছে ঢাকা। যার কারণে সবসময়ই মানুষের রয়েছে অনেক ভির, তেমনি রয়েছে রাস্তা ঘাটগুলোতে গাড়ির যানজট। তবে কুরবানী ঈদ সামনে থাকার কারনে মানুষের কর্মব্যস্তা আরো অনেক বেড়েছে। ঢাকা শহরের সকল রাস্তা গুলোতেই যানজট দেখা যায়। কারণ ঢাকা শহরে থাকা বিভিন্ন লোক তাদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্যে এখন থেকেই শুরু করেছে। তবে যানজট নিরিশন করার জন্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি এমনও আরো পুলিশ মোতায়েন করা হয়েছে । তবে এখনা কার চেয়েও আরো যানজট হবে বলে মনে করছে নগরবাসি। কারন যারা চাকরিজীবি তাদের এখনও ছুটি হইনি ।যখন তাদের ছুটি হয়ে যাবে ,তখন আরো যানজট হওয়ার সম্ভবনা রয়েছে। কেননা,তারা নিজ নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্যে ঢাকা ছারবেন। তাই ঈদের আগের এক সপ্তাহ যানজটের পরিমাণ বেশি থাকবে। এতে সাধারন মানুষের ভোগান্তি বেড়ে গেছে ।তবে যদি গাড়ি চালকরা সঠিক নিয়মে গাড়ি চালায় তাহলে যানজট কিছুটা হলেও কমে যাবে। তাই সরক মন্ত্রী যানজট নিরিসনের জন্যে কাজ চালিয়ে যাচ্ছে। যানজট নিরিশন করতে হলে সকলকে খুবই সর্তকতার সাথে কাজ করতে হবে। তাহলেও অনকটা যানজট দূর করা যাবে। অনেক গাড়ি চালক আছে রাস্তায় গাড়ি রেখে তার কাজগুলো করতেছে। যাত আরো যানজট হচ্ছে। তাই সকল গাড়ি চালকদের এই সব কাজ থেকে দূরে থাকতে হবে। তাহলে যেমন যনজট কমবে ,তেমনি নগরবাসি সান্তি পাবে। তাই প্রতেক গাড়ি চালকদের নিজ নিজ দায়িত্বে যানজট নিরিশনের জন্যে কাজ করতে হবে। তবে ঢাকায় ঈদের দিন গুলোতে যানজট থাকে না ।তবে ঈদের পরে থেকে আবার আগের রুপে ফিরে আসে ।তাই যানজট নিরিশনে জন্যে আমাদের সকলকে  সর্তক থাকতে হবে। তবে বর্তমানে ঢাকার যানজটের পরিস্থিতি খুবই বেশি। এই ছিল ঢাকার বর্তমানের যানজটের পরিস্থিতি।

 

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.