টাকা আয় করার App। বাংলদেশি App দিয়ে টাকা ইনকাম। ছাএদের জন্য বাংলদেশি app দিয়ে টাকা ইনকাম, ইনকাম করার জন্য চমৎকার একটি এপ্লিকেশন দেখে নিন ছবিসহ এখান থেকে।

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন আপনারা সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং কোভিদ-১৯ এর কারণে যে যার অবস্থানে খুবই সতর্ক আসেন।

***আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে, আজকে আমার টপিক বিষয় কি নিয়ে।
*ইনকাম করার জন্য আমি আপনাদের মাঝে দারুন একটি এপ্লিকেশন নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনারা অনায়েসে ইনকাম করতে পারবেন।
****তবে হ্যা, এখান থেকে কাজ করে টাকা নিতে পারবেন এবং টাকা নিতে পারবেন একটি মাএ পেমেন্ট ওপশন এর মাধ্যেমে।
সেটি হলো পেপাল একাউন্ট (PAYPAL Account) এর মাধ্যমে, যদি আপনার একটি পেপাল একাউন্ট (PAYPAL Account) একাউন্ট থেকে থাকে তাহলে আমার আজকের পোস্ট টপিক আপনার জন্য এবং ইনকাম করা থেকে সকল কাজগুলো Only আপনার জন্য।
****সু’প্রিয় দর্শক আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি, এবার আর কোনো কথা নয়, এবার চলুন চলে যাই মূল কাজে।
***তো সু’প্রিয় দর্শক মন্ডলী, আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের স্কিনে, স্কিনে আসার পর চলে যাবেন, আপনাদের মোবাইল ফোনের প্লে-স্টরে, প্লে-স্টরে আসার পর এখানে earn extra income লিখে খোজ করবেন।
খোজ করার সাথে সাথে ৩ নাম্বারে এপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন। তো আপনারা যাতে এপ্লিকেশনটি দেখে বুঝতে পারেন তার জন্য আমি ব্যখ্যা বিশ্লেষণ এর পাশাপাশি স্কিনস্ট দিয়ে দেখিয়ে দিতেছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং পরবেন, তাহলে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না।

***এপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনারা এটাকে অপেন করে দিবেন।
এপ্লিকেশন টি ওপেন করলে দেখতে পারবেন নতুন একটি ইন্টারপেজ শো করতেছে।
** আপনারা এখানে আনাদের নাম (Name), জিমেইল (Gmail), পার্সওয়াড দিয়ে Register এখানে ক্লিক করবেন।

***এবার আপনার কাজ কম্পিলিট, প্রথমে আপনারা আপনাদের ড্যার্শবোডটি দেখতে পাবেন।

***এবার আপনাদের দেখাবো কি করে এখানে কাজ করে টাকা ইনকাম করবেন।
এখানে আপনাদের কাজ করার অপশনগুলো হলো।
১/ ডেইলি বোনাস এখান থেকে প্রতিদিন বোনাস নিতে পারবেন।
২/ Lucky Spin এখান থেকে চাকা ঘুড়িয়ে পয়েন্ট ইনকাম করতে পারবেন।
৩/ গেম্স খেলে পয়েন্ট ইনকাম করতে পারবেন।
৪/ search ঘোষে পয়েন্ট ইনকাম করতে পারবেন।
৫/ এপ্লিকেশনটি শেয়ার করে পয়েন্ট ইনকাম করতে পারবেন।
***** আনাদের মনে স্বনদেহ জাগতে পারে যে, আমরা চাই টাকা ইনকাম করতে পয়েন্ট দিয়ে কি করবো? ১০০০=১$ ডলার আশা করি বুঝতে পারছেন।

****** এবার আপনাদের দেখাবো কিভাবে টাকা Withdraw দিবেন।
তার জন্য Reedem সেটার উপর ক্লিক করে দিবেন।
এবার আপনি আপনার পয়েন্ট পরিমান টাকা উঠাতে পারবেন Only Paypal একাউন্ট, ১০০০(২$), ৫০০০(৫$)

আসা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন।
***হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন মাক্স পড়ুন এবং নিরাপদ থাকুন সামাজিক ডিসটেন্স বজায় রাখুন।
লেখক: মুহাম্মাদ সজিব মৃধা
(আল্লাহ হাফেজ)

Related Posts

1 Comment

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.