জীবন শুধু জীবনের জন্য

জীবন থেকে পালিয়ে বাঁচতে চেয়েছি বহুবার। আর তাইতো কখনও কখনও আত্মহননের পথটাকে আলিঙ্গন করতে চেয়েছি। কতবার চেয়েছি এমন তা হিসেব নেই। একদিন ফ্যানের দিকে তাকিয়ে মুচকি হেসেছিলাম। অফিস রুমের নির্জনতা কেন যেনো বারবার ডাকতো। আজও ডাকে প্রতিনিয়ত। হয়তো কোন একদিন সেই নির্জনতাই আমার আপন হবে।

অনেক মৃত্যুতে আমি কাঁদিনি। কিন্তু এখন আমি কাঁদতে শিখে গেছি।হঠাৎ কোন এক রাতের গভীরে ফেসবুকে একজন লাইক দিয়েছিলো মেসেঞ্জারে। কেন কিংবা কি মনে করে দিয়েছিলো জানিনা। হতে পারে এটা ছিলো তার ফান। তারপর পরিচয় হলো। চেনা জানা হলো। সিলেটের শাহ জালাল মাজারে দেখাও হলো। সাথে আরো দুজন সঙ্গী ছিলো তার। একটি গোলাপ আর হাতে শপিং এর ব্যাগটা হাতে ধরিয়ে বললো,
ঃ আপনার জন্য।
আমি বিস্ময়ে তাকালাম। নিজের কাছে লজ্জা লাগছিলো আমিতো একদম খালি হাতে এসেছি।
সন্ধার আগেই বিদায় জানাতে হলো।
এভাবে ভালোলাগা- মন্দলাগা-ভালোবাসা আর কাছে আসার গল্প নাইবা বললাম।

তবে এখন সে আমার মৃত্যু কামনা করে। কামনা করে ধ্বংসের। আমি এখন তার কাছে কেবলই যন্ত্রনার কবজ। প্রতি সন্ধায় পুঁজোর থালা হাতে আমারই জন্য
অশুভ প্রার্থনা।
তুই মরে বেঁচে গেছিস অনুরাধা। তুই বেচে থাকলে একদিন হয়তো তুইও এমন করেই বলতি।
খুব বুকের ভেতর ভেঙ্গে যাচ্ছে। চুরমার হয়ে যাচ্ছে ভেতর- বাহির। অচেনা হয়ে গেছে আজ সব। কস্মিনকালে তোমার সাথে আমার কিছু ছিলোনা। কস্মিনকালেও তোমার সাথে কিছু হয়নি। আমি কোনকালে তোমার আপন ছিলাম না। পর মানুষ ছিলাম। আমিতো তোমার সুখে কখনও ছিলাম না।
আমাকে তুমি ভুল চিনেছো। আমি মিথ্যাচারন করে করে তোমাকে ঠকাইনি। ঠকাতে শিখিনি।
জীবনের সুতোয় আমার টান পড়েছে। তোমার ঘুড়িটা আকাশে উড়ছে।
বিস্তর বালিহাস উড়া সন্ধার মতো তুমিও এখন মুক্ত। সাততলা- পাচতলার মানুষ আমি নই। আমার গায়ে কাঁদার ঘ্রান।

💥💥💥নস্ট হয়ে যাওয়া অতীত আজ ঘুরে দাড়িয়ে থাকে অগোছালো কার্নিসে।

ভয়ানক নিদ্রাহীনতায় অতীতের স্নিগ্ধতার কাছে একরাশ দুঃখের গল্প বলে আজ বড় ক্লান্ত। ইমোশনাল হয়ে বছর সাতেক আগে দুরত্বে যাওয়া কোন প্রিয়জনের কাছে আবার চলে যায় কোন এক ঘাসফড়িং।

প্রস্থান- আগমন সত্যিই শৈল্পিক আজকাল। কৃষ্টি- কালচার বদলের মতো। চার দেয়ালে যৌনতার আদিম মগ্ন কোন কোন খেয়ালী বসন্ত হয়ে যায় নগ্ন কিশোরের চার হাত-পা।

বিষন্ন মনে তোমার ভেতর খুঁজি নিরবিচ্ছিন্ন চারদিক। কনডেম সেলের মতো ফেরারী মনটা ছুঁইছুঁই করে হৃদয়ের গভীরে যাবার।

আমার যাওয়া হয়না- আমাকে ঋজু হতে হতে তোমার সব অসমাপ্ত চাওয়াগুলোর কাছে দ্বিধাহীন আত্মসমর্পন।

আমি চলে গেলে আমিও থেকে যাবো কোন অচেনা পংক্তিতে।

ভালো আছি- ভালো- থেকো

♥♥♥

দ্বিধাহীন আমি

Related Posts

16 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.