জীবনের যে ৫ টি ভুল শুধরে নিলে সাফল্যের দ্বারগোড়ায় পৌছাতে পারবেন

আসসালামুয়ালাইকুম । আমার আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আজ আমরা জানবো জীবন থেকে যে ৫ টি ভুল আমাদের শুধরানো উচিত । এতে করে আমরা খুব সহজেই সাফল্য অর্জন করতে পারব । আমি এখন এ ভুল গুলো সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করব ।

১. নিজেকে নিয়ে নেতিবাচক কথা বলা :

নিজেকে নিয়ে আমরা প্রায়ই নেতিবাচক কথা বলি বা ভাবি ।”আমি ভালো ছাত্র না ,পড়া মুখস্থ রাখতে পারি না ” এসব নেতিবাচক কথা ভাবার কারণে আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি ।এসব কথা ক্রমাগত ভাবার কারণে আমাদের ব্রেন এই কথাগুলোতেই আটকে যায় । এবং সত্যি না হওয়া সত্ত্বেও এগুলোকেই বাস্তবতা ভাবতে শুরু করে ।

২.নিজেকে নিয়ে হীনমন্যতাবোধ :

অনেকেই অনেক কিছু বলে যা আমাদের মধ্যে হীনমন্যতাবোধ সৃষ্টি করে । এসব কথায় একদমই কান দেয়া যাবে না । সবসময় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারবোই । সবসময় ভাবতে হবে যে আমার জীবন আমি গড়ব ।

৩.ভুল বন্ধুত্ব:

একটা কথা আছে ,”কবুতর কবুতরের সাথে মেশে আর ঈগল মেশে ঈগলের সাথে ” একটা বাঘ যদি মেষের পালের সাথে মেশে তাহলে সে কিছুদিন পর নিজেকেই মেষ ভাবতে শুরু করে। আপনার বন্ধুরা যদি দূর্বলচিত্তের হয় , রূঢ় আচরণে অভ্যস্ত হয় , ড্রাগ ,নেশা ইত্যাদিতে আসক্ত হয় তাহলে এ ধরনের বন্ধু আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে । তাই বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক থাকতে হবে।

৪. নিজের লক্ষ্য ঠিক না করা :

আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের পড়াশোনা নিয়ে ,পরীক্ষা নিয়ে এমনকি জীবন নিয়ে কোনো লক্ষ্য থাকে না । সফলতার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ।তাই ভবিষ্যতে কি করবেন , ক্যারিয়ার কিভাবে গড়বেন তা আগে থেকেই ঠিক করে নিতে হবে।

৫.পরীক্ষা নিয়ে টেনশন :

অনেকে পরীক্ষা নিয়ে টেনশন করার কারণে ভালো প্রস্তুতি থাকা সত্বেও ভালো পরীক্ষা দিতে পারে না । এ সমস্যা সমাধানে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন আপনি সবই করতে পারবেন একমাত্র আপনার ইচ্ছাশক্তি দ্বারা । এজন্য পড়াশোনায় এমনভাবে মনোনিবেশ করতে হবে যেন আপনি সবাইকে ছাড়িয়ে সাফল্যের দ্বারগোড়ায় পৌছাতে পারেন।

আশা করি উপরের ভুলগুলো সবাই শুধরে সাফল্যের পথে এগিয়ে যাবেন । আজ এ পর্যন্তই । পরবর্তী পোস্টে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।।

Related Posts

17 Comments

  1. আপনার এই পোস্টটা অনেক ভাল লাগসে। আশা করি আগামীতে এই রকম পোস্ট আরো লিখবেন। ধন্যবাদ !

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.