জীবনের প্রকৃত সুখ সততা, বিশ্বাস আর একটু ভালোবাসায়।

জীবনের প্রকৃত সুখ সততা, বিশ্বাস আর একটু ভালোবাসায়। জীবনে সুখী হওয়ার জন্য এর চেয়ে বেশী কিছুই নেই যা আত্মা স্পর্শ করে স্নায়ুরুজ্জুকে থেকে পারফিউমের সুগন্ধ ছড়িয়ে দেয়। যার প্রলোভনে স্বর্গের দ্বার খুলে হাতছানি দেয়, নিষ্ঠুর পৃথিবীও তার বুকের পাঁজর খুলে কোলে তুলে নেয়, তার নাম সতত বিশ্বাসী ভালোবাসা। স্বর্গের চেয়ে মহা মূল্যবান সম্পদ মানুষের জীবন আর জীবনের চেয়ে মহা মূল্যবান সততা বিশ্বাস ও তাঁর ভালোবাসা। কারণ স্বর্গের প্রাণ হলো মানুষ আর মানুষ এর প্রাণের খোরাক হলো সততা বিশ্বাস ও তাঁর ভালোবাসা।

সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি না করলে স্বর্গের যেমন আবশ্যকতা ও গুরুত্ব থাকতো না তেমনি ভাবে সততা বিশ্বাস ও ভালোবাসা না থাকলেও জীবনের কোন গুরুত্ব থাকতো না। আর এ জন্যই স্বর্গ সৃষ্টি করেছেন স্রষ্টা কিন্তু তার মালিকানা মানুষের,আবার সততা বিশ্বাস ও তাঁর ভালোবাসা মানুষের কিন্তু তার মালিকানা স্রষ্টার। যেমনিভাবে মসজিদ কিবা উপাসনা লয় গড়ি এবং স্রষ্টার সান্নিধ্য পেতে ইবাদত বন্দেগী ও আরাধনা করি, কারো মুখে এক মুষ্টি খাবার তুলে দেই অথবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপন পর সমান দৃষ্টিতে বিচার করি এ সবের মূলে রয়েছে পরম করুণাময় একমাত্র স্রষ্টার সন্তুষ্টি। উল্লেখ্য যে, কোন মানুষ যখন কোন ভালো কাজ করে কিবা তাঁর স্মরণে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তখন স্রষ্টাও তাঁর একান্তই সাথী হয়ে সন্তুষ্ট থাকেন।

তাই যদি না হইতো তবে বিপদকালে মানুষ তাঁর পরম বন্ধু স্রষ্টার কাছে একান্ত সংগোপনে মুক্তিপণ কামনা করে অবমুক্ত হতো না। আর প্রশংসনীয় চরিত্র বলতে তো তাই যা সে সততা, বিশ্বাস এবং ভালবাসার দ্বারা মনুষ্যত্বকে অলংকৃত করে। আত্মস্বার্থ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরিহার করে চলমান এ পৃথিবীতে মানুষ যে যখন যে অবস্থায় থাকে তখন সে সেই অবস্থায় সুখী হতে পারে,যদি নিজের থেকে কৃতজ্ঞ থাকে এবং অপরকে মূল্যায়ন করতে সক্ষম হয়। আর তা এ জন্য যে, যারা আপনাকে চোখ বুজে ভালোবাসা দিবে মন খুলে তাঁর আবেগ অনুভূতি প্রকাশ করবে তাদের মধ্যে আপনার মূল্যবান সম্পদ হিসেবে সততা বিশ্বাস আর ভালোবাসাই এক মাত্র অবলম্বন।

কাউকে অবজ্ঞা ও অবহেলা করে, সততা ও বিশ্বাসের মুকুট পড়ে সে বিশ্বাস ঘাতকতা করে কখনও সুখী হওয়া যায় না। তাই যদি হতো তবে স্বর্গ থেকে শয়তানের পদস্খলন ঘটতো না। রাজ সিংহাসনে থেকে পথের ফকীর অপেক্ষা চরম নিঃস্ব হতে এক পলক সময় নেয়না মানুষ যখন সততা, বিশ্বাস ও ভালোবাসার সাথে প্রতারণা করা শুরু করে। আর জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না,যেটুকু প্রয়োজন শুধু লাগে সততা,বিশ্বাস আর একটু ভালবাসা। প্রবল প্রবঞ্চনা, ইচ্ছে আকাঙ্ক্ষার অভিজাত উচ্চ বিলাসিতা সুখ দিতে পারে না, যে সুখ দিতে পারে সত্যাশ্রয়ী বিশ্বাস ও ভালোবাসা।

#কবিতা :   নারী অমূল্য
মুহা কবির হোসেন

নারী শক্তি নারী মুক্তি
নারী স্বর্গ সুখ ,
নারী জাতি দামি শক্তি
সহে যদিও দুঃখ।

কেউ নারী “মা” জননী
স্বামী জানি বাবা ,
বোন কিবা স্ত্রী নারী
ভাঙ্গছি হৃদয় কাবা।

নারী পুরুষ সবাই মানুষ
আছে সবারই মন ,
সৃষ্টি প্রভুর দৃষ্টি কাড়ার
নারী অমূল্য রতন।

জীবনে বালাই স্বর্গ কামাই
নারীর সম্ভ্রমেই আরাম ,
নষ্টামিতে সেই নারীই চাই
বধির দুষ্কর্মেই হারাম।

আহার করলে কোমল মাংসল
জনম যার মূলে
তাহার ওপরে হিংস্র সবল
চরম সংহার সমূলে!

এ সংসারে জন্ম কী ভাই
এমনি নির্মূল রবে?
পাপের ঝাঁপি কোথায় ঝাড়ি
জন্মে মায়ের গর্ভে।

ওরা নারী মায়ের জাত
হতে দাও সত্জ্জাত ,
ওদেরই পায়ের নীচে আট
খোদার ওই জান্নাত।

Related Posts

32 Comments

    1. আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক ভালোবাসা নিরন্তর।

  1. সততা, বিশ্বাস, ভালোবাসা সম্পর্কে ভালো আলোচনা করেছেন। এ তিন গুন মানুষের মধ্যে থাকা আবশ্যক।

    1. আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক ভালোবাসা নিরন্তর।

    1. আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক ভালোবাসা নিরন্তর।

    1. আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক ভালোবাসা নিরন্তর।

  2. আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক ভালোবাসা নিরন্তর।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.