আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভাল আছেন.
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় রয়েছে অনেক ধরনের তার মধ্যে অন্যতম হল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে তারপর চান্স পেতে হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার এসএসসি এবং এইচএসসি’র রেজাল্টের অনুসারে চান্স পাওয়া হয় . জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কোন মিল নেই . অনেকেই হয়তো জানেন না জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পাস নাম্বার কত এবং কত থেকে কত পেলে পাস হয় আজকে সে বিষয়ে আপনাদেরকে বলবো .জাতীয় বিশ্ববিদ্যালয় কত পেলে পাস তা অনেকেই জানেন কিন্তু সেটা ভুল. জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় 80 নাম্বারে এবং 20 নাম্বার থাকে ইনকোর্স পরীক্ষা( ইনকোর্স পরীক্ষা কলেজে হয় শুধু পরীক্ষাতে এটেন্ড করলেই নাম্বার দিয়ে দেই)
80 নাম্বার থেকে পাস করতে হলে মিনিমাম 32 পেতে হয় এবং কলেজের ইনকোর্স পরীক্ষা থেকে মিনিমাম 8 নম্বর পেতে হয় টোটাল মিলিয়ে 40 নাম্বার পেলে পাস করা হয়. জাতীয় বিশ্ববিদ্যালয় এ যদি আপনি প্রথম বছরে থাকেন তাহলে আপনি 4 সাবজেক্টে পাশ করলে দ্বিতীয় বছরে উত্তীর্ণ হতে পারবেনা এবং বাকি সাবজেক্টগুলো তে ফেল করবেন সেগুলো আবার ইমপ্রুভ দিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করতে পারবেন. জাতীয় বিশ্ববিদ্যালয় জিপিএ সিজিপিএ 4 থেকে 3 পেলে ফার্স্ট ক্লাস ধরা হয় এবং 2.25 থেকে সেকেন্ড ক্লাস আরে নিচে যারা তাদের থার্ড ক্লাস বলা হয়. সবাইকে ধন্যবাদ.
4 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.

দারুণ পোস্ট
Good
Yes
gd