Cheap price backlink from grathor: info@grathor.com

ছোট ছোট কিছু কবিতা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কিছু কবিতা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে

Marketing

কবিতাঃ-আমার হোস্টেল জীবন
শুরু হয় হোস্টেলে নতুন জীবন
ওখানে ছিল অনেক মেয়ে চিনতাম না কাউকে।
আস্তে আস্তে হয় বন্ধুত্ব অনেকের সাথে,
চেষ্টা করতাম থাকতে সবার সাথে মিলেমিশে।
অনেক সমস্যা হতো থাকতে সবার সাথে,
চিন্তা করবে বাবা-মা তাই বলতাম না কাউকে।
আসতেন প্রতি শুক্রবারে মা অনেক কিছু নিয়ে।
ভালো লাগতো তখন মায়ের দেখা পেয়ে।
বাবা থাকতেন বাইরের দেশে কথা বলতাম ফোনে, আসতেন ঠিক বছরে একবার করে।
২০১৮ সালে শেষ হলো
দিনের পর দিন আসে আসে নতুন বছর
থেকেছিলাম হোস্টেলে
পুরো চার বছর।
হোস্টেলে জীবন আমার, এসেছি সবাইকে ছেড়ে
হলো এক বছর।

কবিতাঃ-শাহীন কলেজ কুর্মিটোলা
ঢাকার প্রাণকেন্দ্র কুর্মিটোলা নামক স্থানে,
আছে এক কলেজ সেথায় বিএএফ শাহীন কুর্মিটোলা নামে। প্রকৃতির সমারোহ হেথায় আছে ভাই কত, সারা দিনও মন ভরে না, দেখি আমি যত ।
ম্যাডামরা মায়ের মতো
স্যারেরা পিতা।
সবাই মোরা মিলে থাকি
ঠিক যেন প্রকৃতির মিতা।
উপদেশ, আদেশ, আছে যত ভাই, এই কলেজের কাছ থেকে
ভালোবাসা
সবকিছুই পাই।
প্রিন্সিপাল স্যার খুবই ভালো
ভালোবাসেন কত,
স্যারকে মোরা ভুলবো না
দূরে যাই যত ।
কলেজের বর্ণনা যেন শেষ হবার নয় এই কলেজে পড়ে মোরা করবো বিশ্ব জয়।

কবিতাঃ-খাওয়াদাওয়া
ইনা, মিনা, টিনা
খেতে এলো খানা,
চমচম আর দই
রুই, কাতলা, কই ।
মণ্ডা মিঠাই পেটটি ভরে
খেলো সবাই তৃপ্তি করে।
খাওয়াদাওয়া হলো শেষ
অনুষ্ঠানটি জমলো বেশ।

কবিতাঃ-স্কুলকে ভালোবাসি
ভোরের আলো ফুটলে তবে
আমি স্কুলে আসি।
আমি আমার স্কুলকে
খুব যে ভালোবাসি।
পড়াশোনার আনন্দে
কাটাই সারা বেলা ।
আমার এই স্কুল যেন আনন্দেরই মেলা।

কবিতাঃ-মাতৃভূমি
আমার মাতৃভূমি তুমি,
আমার জন্মস্থান।
আমার কাছে দামি তুমি
দেই তোমায় সম্মান।
তোমার নামে রচি গান
তুলি জয়ধ্বনি,
তুমি যে আমার কাছে
সোনার এক খনি।
তোমার শীতল স্নিগ্ধ ছায়ায়
থাকি মোরা সকলে
তোমার দেয়া অন্ন
দিয়ে মোদের দিন চলে।

Related Posts

12 Comments

Leave a Reply