চতুর্থ সপ্তাহের সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর পার্ট ২

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে আপনাদের যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।

এসাইনমেন্ট সিরিজের উত্তর দেওয়ার ধারাবাহিকতায় আজ আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণির চতুর্থ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট। আশা করি শিক্ষার্থীদের উপকার হবে।

#সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট পার্ট ২
(ক)মৌলিক পদার্থ কাকে বলে?
উত্তরঃযে সকল পদার্থ একটি মাত্র উপাদান দ্বারা গঠিত হয় তাকে মৌলিক পদার্থ বলে।
(খ)অণু এবং পরমাণুর পার্থক্য লিখ।
উত্তরঃঅণু এবং পরমাণুর মধ্যে বিদ্যমান পার্থক্য তুলে ধরা হলঃ
পরমাণুঃ
১.পরমাণু মৌলিক পদার্থ এর ক্ষুদ্রতম একক।
২.সাধারণত পরমাণু মুক্ত কিংনা খোলা অবস্থায় থাকতে পারে না। তবে কোন কোন মৌলিক পদার্থ এর পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে।
৩.পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
অনূঃ
১.অণু মৌলিক এবং যোগিক পদার্থের ক্ষুদ্রতম একক।
২.অণু মুক্ত অবস্থায় চলাচল করতে পারে।
৩.অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।

(গ) উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর প্রতীক ও সংকেতের সাহায্য প্রকাশ করে মৌলিক এবং যৌগিক পদার্থ আলাদা কর।
উত্তরঃ
পদার্থ মৌলিক পদার্থ যৌগিক পদার্থ
১.লিথিয়াম Li
2.পানি                         H20
3.খাবার লবন              Nacl
4.চক                         CaCo3
5.কার্বন         C
6.চুন                          CaO
7.নাইট্রোজেন  N
৮.অক্সিজেন     O
৯.পটাশিয়াম    K
১০.আয়োডাইট              kI
১১.লোহা         Fe

(ঘ)উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে দ্রাবক বলা হয় উল্লখ কর।
উত্তরঃউদ্দীপকে উল্লেখিত উপাদানগুলোর মধ্যে পানি সর্বজনীন দ্রাবক।পানিকে সর্বজনীন দ্রাবক বলার কারণ নিচে ব্যাখ্যা করা হলঃ
পানি একটি পোলার যৌগ। এটি বর্ণহীন, গগন্ধহীন এবং স্বাদহীন একটি যৌগ।পানি অনেক জৈব এবং অজৈব যৌগকে দ্রবীভূত করে যা অন্যান্য উপাদানের ক্ষেত্রে সম্ভব নয়।যেমনঃ NaCl,NaHCO3 এবং ফিটকিরি প্রভৃতি অজৈব যৌগ কক্ষ তাপমাত্রায় পানিকে দ্রবীভূত করে।আবার ধাতুসমূহ সাধারণ তাপমাত্রায় পানিতে দ্রবীভূত না হলেও উষ্ণ পানিতে ধাতব সমূহ দ্রবীভূত হয়।কিন্তু চিনি,ভিনেগার,স্প্রিট,ভিটামিন সি,গ্লুকোজ প্রভৃতি জৈব পদার্থ সহজেই পানিতে দ্রবীভূত হয়।
সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি, পানি একটি সর্বজনীন দ্রাবক।

২.চিনি একটি যৌগিক পদার্থ ব্যাখ্যা কর।
উত্তরঃযেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দ্বারা তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে। চিনি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মৌলিক পদার্থ এর মাধ্যমে গঠিত।আবার চিনিকে বিশ্লেষণ করলে কিংবা ভাঙলে তিনটি মৌলিক পদার্থ পাওয়া যায়।সুতরাং চিনি হলো যৌগিক পদার্থ।
ধন্যবাদ সবাইকে
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Topic keyword: চতুর্থ সপ্তাহের সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর পার্ট ২, চতুর্থ সপ্তাহের সপ্তম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর পার্ট ২, চতুর্থ সপ্তাহের ৭ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর পার্ট ২, চতুর্থ সপ্তাহের ৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর পার্ট ২

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.