গ্রাথোর নিয়ে “কবিতা” ( দ্বিতীয় পর্ব)

সুপ্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম  গ্রথোর ডট কম কে নিয়ে লেখা কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে। জীবনের সেরা অনুভূতিগুলো কবিতার ছন্দে  আপনাদের সামনে উপস্থাপন করার সর্বাত্বক চেষ্টা থাকবে।

হে পাঠক ভাই ও বোনেরা একটু সময় কী হবে?? আমার ক্ষুদ্র এই প্রতিভাকে স্বাগত জানানোর?? দয়া করে একটু সময় দিবেন, এই প্রত‍্যাশায় শুরু করছি………

গ্রাথোর তুমি আছো বলে মোর জীবনে পাই ছন্দ
গ্রাথোর তুমি আছো বলে মোর জীবনে আসে আনন্দ
গ্রাথোর তোমার প্লাটফর্মে, অবাদ বিচরণে হয়েছি আমি ধন‍্য
তোমারি সংস্পর্শে, বারবার মুগ্ধতায়, আবারও নিজেকে করেছি  গণ‍্য
আপামার পাঠকবৃন্দ করছে তোমার বন্দনা
জানিনা কখন পাবো তোমার শিহরিত সব সান্ত্বনা
আমি অধম তোমার কদমে লুটে থাকি সারাক্ষণ
তাইতো আমি হয়েছি কবি হয়েছি আমন্ত্রণ

দেখিনি কখনো সভ‍্য সমাজে মোর নামের কবিতা
গ্রাথোর তুমি আছো বলে তাই ফিরে পাই এ বাস্তবতা
আজ তুমি ছিলে বলে তাই দেখেছি সব অর্জন
জানি, তুমি তাই কখনো মোরে করিবে নাকো বর্জন
আশা ভরসার মূর্ত প্রতীক ওহে মোর প্রিয় গ্রাথোর
মোর জীবনে দেখেছি তোমার, করিবে না কখনও পর
আমি দেখেছি, কত কবিতা, কত গল্প কতইবা আয়ের উৎস
গ্রাথোর দিচ্ছে স্বাস্থ্য সেবা, জেনে নিও ভাই ও বৎস
দিকে দিকে আজ নবীন প্রবীণ লেখক ভাইও বোন

যাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে, বিকশিত মেধা ও মনন
অনলাইনে  তুমি থাকো তো বেকার, বৃথা হচ্ছে সময়
আসোনা এখানে করোনা চাকুরী  সময় হবে নাকো অপচয়
আমি পেয়েছি সব উপকারী পোস্ট, উপকারী সব জ্ঞান
তাইতো আমি বলছি রে ভাই গ্রাথোরই আমার মান
জীবন আমার বদলে গেছে ভাই, বদলেছে মোর চিন্তা
গ্রাথোর আমার দিচ্ছে সবই, করছে মোরে নব জিন্দা
গ্রাথোর আমার হাজারো ভাইয়ের আয় ইনকামের চিত্র
তুমিও পরারিবে করোনা চেষ্টা হয়ে যাও তার মিত্র

লেখালেখি করে জিতে নাও তুমি, জিতে নাও তোমার সম্মান
লেখক- পাঠক করিবে কদর, করিবে না  কখনও  অপমান
নব লেখকের প্রতিভা আর হবে না কখনো ক্ষয়
গ্রাথোর তোমার করিবে উচু এনে দেবে তোমার জয়
ভয় নাই ভাই,  ভয় নাই ভাই আছেই শুধু জয়

গ্রাথোর থেকে পেতে পারো অর্থ, সম্মান ও সঞ্চয়
আমি আছি তব তারই সাথে ওভাই দীর্ঘ সময় ধরে
তুমিও থাক তারই সাথে – সাথে পাবে মোর মত করে
চাই না আমি ভুলে যেতে তার কোন দিন এ ধরনীতে
সবাই আছে সবাই থাকবে গ্রাথোর ডটকম এ তে

( চলবে……..)

Related Posts

12 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.