কোভিভ-১৯ থেকে মুক্ত থাকতে পিপিই ও ২০ টাকার মাস্ক বনাম নিজেকে সুপারম্যান মনে করা।

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স,

আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করছেন।

আমরা এমন একটা কালের সাক্ষী হয়ে আছি যেটাকে বলা হচ্ছে করোনা কাল।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমরাও আছি মহা বিপদে এই আশংকা একেবারেই হেসে খেলে উড়িয়ে দেয়া যায়না।

পৃথিবীর রথি মহারথি কথিত মহাপরাক্রমশালী দেশগুলোর অবস্থা আমরা স্বচক্ষে অবলোকন করছি।

আর ভাবছি, হয়তো আমার বা আমাদের কিছুই হবেনা।এটা ভাব ভাবতেই দেখেন অলরেডি কোভিড-১৯ আমাদের মহামারিরুপে আঘাত হেনেছে। স্বাস্থ্য খাত চিকিৎসা দিতে চরম হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় আপনার আমার যদি (আল্লাহ না করুক) করোনা পজিটিভ হয়ে যায় তাহলে আপনার আমার ও পরিবারের কি হবে একটাবার ভেবে দেখেছেন?

যেখানে পিপিই পড়া ডাক্তার নার্স আইনশৃঙ্খলাবাহিনী সহ কেহই করোনার গ্রাস থেকে রেহাই পাচ্ছেনা সেখানে আপনি আমি ২০ টাকার মাস্ক পড়ে WHO’র গাইডলাইনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেকে সুপারমেন ভাবছি।

যারা আক্রান্ত হয়েছেন তারাওতো নিজেকে এমনটাই ভেবেছিলো। ইতালি ফেরত ঐ ভাইটার কথাগুলো বেশ মিছ করি যে ভাই আশকোনা হজ্বক্যাম্পে বলেছিলো করোনা বাংলাদেশেে আসবেনা। কোথায় আজ সে ভাইটি?

আমাদের মনে রাখতে হবে আল্লাহ তায়ালার গযব যখন আসে তখন কোনো এলাকা বা সীমানা মেনে আসেনা।

সে তখন সবাইকে ঘায়েল করে। তার থেকে মুক্ত থাকার স্বয়ং মহানবী (সঃ) এরও সহিহ হাদিস রয়েছে।

আজ শুনলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক স্বয়ং করোনা পজিটিভ! তিনি কি কম সচেতন ছিলেন? তিনি কি কম জানেন?

আর দেখুন, আপনার আমার ও আমাদের আশেপাশের রাস্তা ঘাট, বাজার বন্দর, দোকাটপাটের স্বাস্থ্যবিধি পরিস্থিতি!

শুধু আমি নিজে নই, মাঝে মাঝে মনে হয় করোনা নিজেও আশ্চর্য হয়ে যায় আমাদের দেখে, মানুষ তাকে পাত্তাও দিচ্ছেনা!

আমি জানি, আপনারা সবাই করোনা বিষয়ে যথেষ্ট সচেতন। তারপরও বলবো, আপনার পরিবারের আদরের ছোট্ট শিশুটির ও বৃদ্ধ মুরুব্বিজনের খবর নিন। করোনামুক্ত থাকতে সাহায্য করুন। আপনিও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন।

আসুন, আমরা একসাথে করোনাকে রুখে দিই।

সবাই ভালো থাকবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।

আল্লাহ হাফেজ……

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.