কিভাবে Skrill একাউন্ট তৈরি করবেন এবং ১০০% ভেরিফিকেশন করবেন – ২য় পর্ব।

পূর্ব প্রকাশের পরঃ 

বন্ধুরা আশা করি ভাল আছেন। আমরা ধারাবাহিকভাবে Skrill একাউন্ট ওপেন করা এবং তা ভেরিফিকেশন কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজ নিয়ে এলাম এর ২য় পর্ব। ১ম পর্বটি পড়তে ক্লীক করুন এখানে

আপনার নিজের বা পরিবারের যার নামে অ্যাকাউন্ট তৈরি করেছেন NID অনুযায়ী ফর্মটি পূরণ করুন। Address: NID মোতাবেক যথাযথ ঠিকানা এখানে টাইপ করুন। Address (Optional): প্রথম Address সেকশনে ঠিকানা না ধরলে Optional সেকশন ব্যবহার করতে পারেন অথবা অন্যথায় বাদ দিতে পারেন। এটা জরুরী নয়। City: NID এর ঠিকানা অনুযায়ী এখানে সিটি নেম টাইপ করুন। Postal Code: এখানে পোস্টাল কোড বা জিপ কোড টাইপ করুন।
Date of Birth: NID অনুযায়ী এখানে জন্ম তারিখ টাইপ করুন। Code: Phone Number: এখানে আপনার নিজের ফোন নাম্বার টাইপ করুন। স্ক্রিল আপনাকে এই নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাবে তাই অনুগ্রহ করে আপনার অ্যাক্টিভ ফোন নম্বরটি টাইপ করুন।উপরোক্ত ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন। Phone Number Verification এখন এখানে আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। যথাযথভাবে Continue বাটনে ক্লিক করুন। Continue বাটনে ক্লিক করার পর Skrill আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। অনুগ্রহ করে উক্ত ভেরিফিকেশন কোড টি এখানে ইনপুট করুন এবং Save বাটনে ক্লিক করুন।

এখন এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য ট্রানজেকশন পিন সেট আপ করতে হবে। Transection PIN হল ছয় সংখ্যার একটি পিন নাম্বার যা সিকিউরিটির জন্য অর্থ লেনদেনের সময় প্রয়োজন পড়বে। সিকিউরিটি এর জন্য ট্রানজেকশন পিন খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পাসওয়ার্ডের মতো এই পিনটি কখনো কারো সাথে শেয়ার করবেন না। আপনার নিজের মতন করে ছয় সংখ্যার একটি পিন বাছাই করুন অতঃপর Save বাটনে ক্লিক করুন।

সুসংবাদ, আপনার স্ক্রিল একাউন্ট যথাযথভাবে তৈরি হয়েছে। এখন আপনি চাইলেই কোন প্রকার ভেরিফিকেশন ছাড়াই আর্থিক লেনদেন করতে পারবেন। তবে একাউন্ট ভেরিফিকেশন না করলে আর্থিক লেনদেনের লিমিট রয়েছে। ভেরিফিকেশন ছাড়াই আপনি আনুমানিক প্রতি মাসে 150 ডলারের মতো লেনদেন করতে পারবেন। তবে আমি আপনাকে অনুরোধ করবো অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নিন। কিন্তু ভেরিফিকেশন করতে কমপক্ষে আপনার একাউন্টে $.01 পরিমাণ ডলার থাকতে হবে। তাই চিন্তার কোন কারণ নেই আপনি আপনার প্রথম পেমেন্ট পাবার মাধ্যমেও একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন।
Skrill Account Verification করবেন যেভাবেঃ

প্রথমেই বলে রাখি একাউন্ট ভেরিফিকেশন এর জন্য অনুগ্রহ করে মোবাইল ফোন ব্যবহার করুন। তবে আপনার কম্পিউটারে যদি ওয়েব ক্যাম থাকে তাহলে কম্পিউটার দিয়েও করতে পারেন। কারণ এখানে লাইভ ক্যামেরা তে স্ক্রিনশট দিতে হয়।

এখন ভেরিফিকেশনের জন্য প্রথম পেমেন্ট পাবার পর বা $.01 ডিপোজিট করার পর। বামপাশের সাইডবার থেকে Settings এ ক্লিক করুন, অতঃপর Account Verification অপশন থেকে VERIFY NOW তে ক্লিক করুন।

একই কম্পিউটার থেকে দুটি অ্যাকাউন্ট তৈরি করা ঠিক নয় তাই যেহেতু আমার অলরেডি একটি ভেরিফাইড একাউন্ট রয়েছে তাই এখানে ছবি দেখাতে না পারার জন্য দুঃখিত। তবে ভেরিফিকেশন এর যেকোনো ধরনের সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব।

আপনি ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যমেও আপনার আইডি ভেরিফিকেশন করতে পারেন। তবে যেহেতু আমরা ফেসবুকে সচরাচর সঠিক ইনফরমেশন প্রদান করিনা আর এটি আর্থিক লেনদেন এর সাথে সম্পৃক্ত তাই স্বাভাবিকভাবেই আইডি ভেরিফিকেশন কমপ্লিট করুন।

চলবে……

Related Posts

5 Comments

  1. এই সাইটে কাজ করুন । আরও বেশি ইনকাম হবে । লিংক নিচে –
    লিংক ১ – http://earningpoint.club/ref?ref=940
    লিংক ২ – https://binaryhole.com/earning/refer/01914469113

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.