কিভাবে গুগল প্লেস্টোরের পেইড অ্যাপস ফ্রীতে পাবেন

প্রতিটি অ্যাপসই ফ্রী কোন ক্র্যাক ভার্সন নয় যেগুলো ফোনের ক্ষতি করবে,ভাইরাস অ্যাটাক ও সিকিউরিটি অ্যাটাক ও থ্রেট,লেগ এবং হ্যাং সৃষ্টি করবে এবং সম্পূর্ণ প্লে স্টোর থেকেই ফ্রিতে ডাউনলোড করা যাবে।

PAID APPS FREE – তে পেতে হলে আপনাকে Social Media তে মোটামুটি এক্টিভ ইউজার হতে হবে।বর্তমানে আমরা সবাই কমবেশি সোশ্যাল মিডিয়াতে একটিভ।আজ আপনাদের সাথে দুটি পদ্ধতি শেয়ার করব।

পদ্ধতি ১

Apps Free নামে অ্যাপসটি প্লে-স্টোর থেকে নামিয়ে নিন।এখানে নিয়মিত তথ্য আপডেট করা হয় যখন কোন পেইড এপস ফ্রি হয় প্লেস্টরে। আপনার কাঙ্খিত অ্যাপসে ক্লিক করার সাথে সাথে প্লে স্টোরে নিয়ে যাবে।

Bitlit নামে অ্যাপসটি প্লে-স্টোর থেকে নামিয়ে নিন।এখানে নিয়মিত তথ্য আপডেট করা হয় যখন কোন পেইড অ্যাপস ফ্রীতে দেওয়া হয় এবং এর প্রতিযোগিতা শুরু হয়।

পদ্ধতি ২

আপনাকে ইউটিউব,টুইটার,টেলিগ্রাম,ইনস্টাগ্রামে একটিভ থাকতে হবে।এসব সোশ্যাল মিডিয়াতে অ্যাপস ডেভলপারদের কে ফলো  করতে হবে। সেই তাদের তৈরিকৃত যেগুলো পেইড সেগুলো ফ্রিতে দেয় বিনিময়ে তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে গুলো ফলো আপ করলেই অ্যাপস এ প্রমো কোড পেয়ে যাবেন।

সেই প্রোমো কোড গুলো প্লে স্টোরে গিয়ে রিডিম করে নিলে অ্যাপসটি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে। এই অ্যাপস গুলো সাধারণত খুবই উন্নত মানের হয়ে থাকে। রিকোয়ারমেন্ট গুলো সাধারণত খুবই সহজ হয়ে থাকে যেমন ফলো করা,শেয়ার করা,কমেন্ট করা,বন্ধুদের ট্যাগ করা ইত্যাদি ইত্যাদি। এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে এবং  রিভিউয়ারদের একাউন্টে রিডিম কোড দেওয়া হয়।

এছাড়া টেলিগ্রাম চ্যানেলগুলোতেও অ্যাপসেের লিঙ্ক শেয়ার করা হয় এবং রিডিম কোড দেওয়া হয়়। আপনি যত দ্রুত ধৈর্যশীল হবেন আপনার জিতার সম্ভবনা তত বেশি এইসব পদ্ধতিগুলো অনুসরণ করলে।Youtube এ  howtomen,sambeckham,mobiscrub, Zachary anderson। Twitter এ @One4wall,@lokeshchauhan,@Iambhashkar.Instagram এ  howtomen,sambeckham.

টুইটারে ডেভেলপাররাও টেলিগ্রাম চ্যানেলএ থাকে তাদের কেউ ফলো করতে পারেন তাদের চ্যানেলে জয়েন করতে পারেন।এর বিনিময়ে তারা ফলোয়ার এবং সাবস্ক্রিপশন পায় আর আর আমরা পেইড এপস ফ্রিতে পাই।

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.