কিভাবে কোর্সেরা থেকে বিনামূল্যে কোর্স করা যায়?

আস্সালামুআলাইকুম। আজ আমি আপনাদের বলবো কিভাবে কোনো টাকা ছাড়াই আপনি কোর্সেরা এর যেইকোনো পেইড কোর্স বিনামূল্যে পেতে পারেন।

কোর্সেরা কি বা কারা?

কোর্সেরা(Coursera) হল একটি বিশ্বব্যাপী অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। যে কেউ, যেকোনো জায়গায় অবস্থান করে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং কোম্পানিগুলির থেকে অনলাইন কোর্স করতে পারবে।

একাডেমিক, নন-একাডেমিক, সফট স্কিল, হার্ড স্কিল, বিশ্ববিদ্যালয় ডিগ্রি সহ জ্ঞানের এমন কোনো শাখা বাদ নেই যা আপনি কোর্সেরা থেকে শিখতে পারবেন না। জ্ঞানের সর্ববৃহৎ ও জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম থেকে আমি সবাইকে প্রতিদিন নতুন কিছু শেখার আমন্ত্রণ জানাচ্ছি। কোর্সেরা থেকে আমি প্রিতিনিওতো নতুন নতুন কোর্স করছি এবং সার্টিফিকেটও পাচ্ছি। তো চলুন ধাপ গুলো জেনে আসি-  প্রথমে কোর্সেরার ওয়েবসাইট অথবা অ্যাপ এর মাধ্যমে প্রথমে আপনাকে গুগল অ্যাকাউন্ট এর মাধ্যমে সাইন আপ করতে হবে।

  • তারপর একটা ড্যাশবোর্ড শো করবে।
  • এখন আপনি যে বিষয়ের উপর কোর্স করতে চান তা সার্চ অপশনে সার্চ করবেন।
  • তারপর আপনার সার্চের সাথে সম্পর্কিত অনেক কোর্স শো করবে।
  • তারপর আপনি Enroll এ ক্লিক করবেন। তারপর একটা পপআপ আসবে এবং আপনি কন্টিনিউ এ ক্লিক করবেন।
  • তারপর Join Program and enroll এ ক্লিক করবেন।
  • তারপর আপনার কোর্সেরা হোমে কোর্স যুক্ত হয়ে যাবে এবং আপনি কোর্স করে সার্টিফিকেটও পেতে পারবেন।
  • আমি এখন রিএক্ট ডেভেলপমেন্ট কোর্সটি করছি। যা পেইড কোর্স ছিল।

কিন্তু আপনি সব কোর্স ফ্রি-তে করতে পারবেন না। কিছু কোর্স হয়তো ফ্রি-তে করতে পারবেন কিন্তু সার্টিফিকেট পাবেন না। সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে Financial Aid এর জন্য অ্যাপ্লাই করতে হবে। যেমন AI For Everypone কোর্সের জন্য আমি এখন Financial Aid এর জন্য অ্যাপ্লাই করব। তো প্রথমে আমাকে Financial Aid লেখায় ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউ টু দি অ্যাপ্লিকেশন এ ক্লিক করতে হবে। একটি উইন্ডো ওপেন হবে , ঐখানে  দুইটা বক্সে টিক চিহ্ন দিয়ে, লেখাটা টাইপ করে কন্টিনিউ এ ক্লিক করতে হবে।

তারপর Financial Form এর ফাইনাল ফর্ম টা আসবে। ঐখানে  ঘরগুলো পূরণ করতে হবে। তারপর ফর্ম টা পূরণ করে Submit Application এ ক্লিক করতে হবে। ওই এপ্লিকেশন এ আপনাকে বলতে হবে আপনি কেন কোর্স টি করতে চান আর কেন আপনি কোর্স এর টাকা টি পে করতে পারবেন না। আপনার সমস্যার কথা ঊল্লেখ করতে হবে।

তারপর ১৫ দিন পরে মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে Financial Aid এর জন্য যে অ্যাপ্লাই করেছিলেন তার ফলাফল। আপনি মোটামোটি একটা ভালো এপ্লিকেশন লিখে  অ্যাপ্লাই করতে পারলে ৯৯ পার্সেন্ট সম্ভাবনা যে আপনার অ্যাপ্লিকেশন এপ্রুভ হবে এবং কোর্স করে সার্টিফিকেট ও পেতে পারবেন।

তবে Financila Aid এর জন্য অ্যাপ্লাই করার সময় আপনাকে যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটার জন্য বিস্তারিত ভাবে ১৫০ শব্দের মধ্যে কারণসহ লিখতে হবে।

Related Posts

13 Comments

  1. নতুন সাইট ভালো ইনকাম ঘুরে আসার আমন্ত্রন রইলো রেজিস্টার করলেই পাবেন ২৩০ টাকা বোনাস ৩০০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন । লিংক এ গিয়ে দেখে আসুন ভালো লাগলে করবেন । ধন্যবাদ
    https://blog.jit.com.bd/earning-site-3778

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.