করোনা ভাইরাসের কারনে আজ গোটা বিশ্বের লাখো লাখো মানুষ মারা যাচ্ছে যার কোন এখনো প্রতিষেধক পর্যন্ত তৈরি হয়নি।
এই ভাইরাসের কারণে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার পরেও খাবারের সংকট দেখা দিচ্ছে মোটকথা ভাইরাসের জন্য আমাদের এই জীবনটা অনেক অসহায় হয়ে পড়েছে।।
বিজ্ঞানীরা নানা রকম গবেষণা চালাচ্ছে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার জন্য।।
কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে ওষুধ তৈরি করার পরেও ভাইরাস আক্রান্ত যখনই এই ওষুধটা প্রবেশ করছে সে হয়তো কিছু দিনের মতো সুস্থ থাকে
কিন্তু তারপরও আবার আক্রমণ শুরু করছে প্রথমেই ভাইরাস কি মানুষের শরীরে প্রবেশ করছে তার পা শরীরের বিভিন্ন অংশে ঢুকে যাচ্ছে এবং শরীরের কোষগুলোকে ধ্বংস করে দিচ্ছে।।
সেরা বিজ্ঞানীরা ধারণা দিয়েছে এই শরীরের ভাইরাসের টাঢোকার পর তারপর হার্টবিট তাকে ছিদ্র করে দিচ্ছে এবং সে শ্বাসকষ্ট হয়ে মারা যাচ্ছে।।
এই ভাইরাসটি এমন একটি ভাইরাস এটা মানুষের শরীরে ঢুকলে ও বা প্রবেশ করলেও কোথা থেকে ঢুকলো বা কার দেহ থেকে আসলো সেটা বোঝা যাচ্ছে না।।
বর্তমান আমাদের দেশে সরকার আইসিটি বিভাগ থেকে একটি সফটওয়্যার চালু করেছে বা অ্যাপ চালু করেছে যেটার মাধ্যমে সহজেই আক্রান্ত রোগীর চিহ্নিত করা সম্ভব
বর্তমানেতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক জানান।।
বর্তমানে আমরা এমন একটি সফটওয়্যার তৈরি করেছি যদি কোন আশেপাশে আক্রান্ত রোগী থাকে।।
এই ভাইরাস দ্বারা তাহলে এই সফটওয়ারটি তাকে অ্যালার্ট করে জানিয়ে দিবে যে আশেপাশে কেউ আক্রান্ত ব্যক্তি আছে।।
তাকে সাথে সাথে চিহ্নিত করে ফেলবে যে এই ব্যক্তিটি আক্রান্ত তাকে পরীক্ষা করলে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাবে সে এই রোগে আক্রান্ত কিনা।।
আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে
আশা করি সফটওয়্যারটি দ্রুত আমাদের মাঝে পৌঁছে যাবে
সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করবেন।।
ধন্যবাদ সবাইকে।।।

Nc
tmxxc
এটা কি আমাদের জন্য এভেইলেবল?
Aita ki sobai use korte oarbe
bd te eta cholbe?
ভালোই
Hm
Hmmm
oh