করোনা থেকে বাঁচাতে পারে ঈশ্বরের হাত, ম্যারাডোনা

আসসালামুয়ালাইকুম , প্রথমে আমার সালাম নিবেন,

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভাল আছেন। কেমন কাটছে আপনাদের রমযান মাস। সবাই রোজা আছেন তো। এবারের রমযান সবথেকে আলাদা।

শিরোনাম দেখে হয়তো অনেকে কিছুই বুঝতে পারেন নি।

বর্তমান বিশ্বে একটি আতংক ছড়িয়ে পড়েছে।

তার নাম হলো , করোনা ভাইরাস বা(COVID-10)

 

আর ঈশ্বরের হাত এটি এক সময়কার তুমুল বিতর্কের সৃষ্টি করে। এবং বলতে পারেন এটি আবার শুরু হলো।

কিংবদন্তী খেলোয়াড় ম্যারাডোনা বলেছেন করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারে ঈশ্বরের হাত। এবং তিনি সেটার অপেক্ষা করছেন। তিনি বলেন করোনা ভাইরাস এর কারণে আজেনটিনা , ব্রাজিল,সহ আরও অনেক দেশে ফুটবল বন্ধ হয়ে গেছে।কোপা আমেরিকা ও লিগ ওয়ান এর মত বড় খেলা হচ্ছে না। তাছাড়া আরও অনেক নানা ধরনের লিগ খেলা হচ্ছে না।

তিনি বলেন বর্তমানে আমাদের ঈশ্বরের সাহায্য দরকার।তিনিই পারেন আমাদের বাঁচাতে তাই আমি ঈশ্বরের হাত ওপরে আশাবাদী।কারণ কঠিন সময়েই ঈশ্বরের হাত আমাদের সাহায্য করতে পারেন।

 

ঈশ্বরের হাত, কথাটি শুরু হয় ফুটবল বিশ্বকাপের আসরে। ফাইনাল ম্যাচ মাঠে আছেন ডিয়েগো ম্যারাডোনা। ফলাফল 1/1 । তখন বল ম্যারাডোনার পায়ে একবারে সাতজন কে কাটিয়ে নিয়ে গিয়ে গোল পোস্টের সামনে থেকে হেড করে গোল করেন ম্যারাডোনা। ঘরে তোলেন বিশ্বকাপ।

আসলে তিনি গোলটি দিয়ে ছিলেন । এবং এটি শুনে সবাই অবাক হয়ে গেল। অনেকেই এটি বিশ্বাস করতে পারে নি। কিন্তু ধীরে ধীরে সবকিছু সামনে এসে যায়। বিতর্কে জড়িয়ে যায় ম্যারাডোনা। তখন সবচেয়ে বড় ভুল হওয়ার কারণ ছিল তখন কোন রিভিউ ছিল না। এজন্যই তিনি সবার চোখকে ফাঁকি দিতে পেরেছিলেন। এটা যখন মারাত্মক হয়ে যান তখন ম্যারাডোনা একটা কথা বলেছিলেন।তা হলো সেটা ছিল ঈশ্বরের হাত। ঈশ্বর তাকে সাহায্য করতে এসেছিলেন। এখানে তার কিছু করার ছিল না। তখন থেকে প্রায় সব মানুষ ঈশ্বরের হাত কথাটি শুনে থাকবেন।

তাই ম্যারাডোনা মনে করেন যে তখন কঠিন সময়ে ঈশ্বর তাকে সাহায্য করেছে।

এবার এই দুঃসময়ে ঈশ্বরের হাত সবাই কে বাঁচাতে পারে।

আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন।

এটা আমার এখানে প্রথম পোস্ট। আশাকরি আপনাদের ভাল লাগবে। ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভাল থাকবেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

করোনা ভাইরাস থেকে বাঁচার সবথেকে কার্যকরি উপায় হলো ঘরে থাকা। তাছাড়া ঘন ঘন হাত ধোয়া।জন সমাগম এড়িয়ে চলা। মুখে মাস্ক ব্যবহার করুন। আর আমাদের বাঁচাতে হলে আগে নিজে সচেতন হতে হবে। তারপর অন্যকে সচেতন করতে হবে।এ সময় সবাই সচেতন হলেই বাঁচব আমরা, বাঁচবে আমার পরিবার, বাঁচবে দেশ, বাঁচবে বিশ্ব।

  • আর রোজার মাসে সবাই মহান আল্লাহ তায়ালার কাছে এই করোনা ভাইরাস থেকে মুক্তি চাইব।
  • ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের মাফ করে দেবেন

আমার ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্

আমি চেষ্টা করবো নতুন নতুন গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য। এখানে যেসব খবর পাবেন।

  • দেশ বিদেশ
  • ইন্টারনেট
  • লাইফস্টাইল
  • গেজেট
  • অ্যাপস
  • ইনকাম অ্যাপস
  • এডিটিং অ্যাপস
  • খেলা ধুলা
  • বিনোদন
  • ফুটবল
  • ক্রিকেট
  • রেসলিং
  • ইসলাম ধর্ম নিয়ে কথা
  • জনসাধারণের মতামত
  • আবহাওয়া
  • করোনা ভাইরাস আপডেট
  • আরও নানান রকম সেবা সমুহ

সবাই ভাল থাকবেন। ঘরে থাকুন সুস্থ থাকুন। নিজের খেয়াল রাখবেন। বাংলাদেশে আর একটা প্রাণঘাতী রোগ আসছে তা ডেংগু ।

আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।।

Related Posts

14 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.