করোনার ত্রাসে বিশ্ব আজ জর্জরিত

করোনা ভাইরাস এর ত্রাসে বিশ্ব আজ দিশেহারা। বাড়ছে মৃত্যুর মিছিল। শুধু আজ পৃথিবী থেকে ৭ হাজারের চেয়ে বেশি মানুষ মৃত্যু বরণ করেছেন। প্রতিটা মৃত্যুই হয় বেদনাদায়ক।এর ফলে কান্নায় ভাসবে পৃথিবী। স্বজনহারা মানুষের কান্নায় পৃথিবীতে শোকের ছায়া নেমেছে। এ যেন এক মৃত্যুপুরী। করোনা ভাইরাস এখন কাউকেই ছাড় দিচ্ছে না। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্ববাসী আর কোনো দিন পড়েনি। যার কোনো প্রতিষেধক নেই। এই রকম বিপদ বিশ্ববাসী কখনও দেখেনি। সবাই যা জেনেছে তার মধ্যে ঘরে থাকাটাকেই গুরুত্ব বেশি দিয়েছে সবাই। ঘরে থাকলে এর বিস্তার কিছুটা রোধ করা সম্ভব। বর্তমান আমেরিকা সবচেয়ে ভয়াবহ জটিল পরিস্থিতির মধ্যে পরে আছে। যেই আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ সেই আমেরিকার অবস্থায় আজ করুন। গত ২৪ গণতায় ৫ jon এর মতো লোক মারা গেছে সেখানে। আমেরিকা আজ কেন কুলকিনারা খুঁজে পাচ্ছে না। আর আমাদের এই ছোট বাংলাদেশে এই ভাইরাস এর বিস্তার যাতে না ঘটে এর জন্য উপরওয়ালার কাছে কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ্পাক চাইলেই ক্ষনিকের মধ্যেই সব কিছু ঠিক করে দিতে পারে। তাই আমরা তার উপর ভরসা রাখবো। আজকের সমাজব্যাবস্থায় মদ্ধবৃত্তরা নানা ধরণের মহাসঙ্কটে জর্জরিত।অনেক সমস্যা সত্ত্বেও তারা করোও কাছে তা বলতে পারছে না। নীরবে চোখ বুজে সহ্য করতে হচ্ছে সকল সমস্যা গুলো। এমন অনেক উচ্চশিক্ষিত লোক আছেন  যারা যাদের জীবিকা নির্বাহের কোনো পথ নেই। তাদের অবস্থা আরও করুন।

সমাজ তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। এর মূল কারণ মাথা উঁচু করে বাঁচতে না পারা। এরা মাঝে মাঝে সমাজের কোনো উপকারে আসলেও এদের কেউ ভালো চোখে দেখতে পারে না। আমাদের শিক্ষা ব্যাবস্থায় উচ্চ শিক্ষার কোনো মূল্য নেই। এমন কিছু অশিক্ষিত লোক আছেন তাদের অর্থবিত্তের কোনো অভাব নেই। তাদের দাপটে আজ উচ্চশিক্ষিত ভালো মনের মানুষগুলো সমাজের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। হায়রে সমাজ ভালো মানুষগুলোকে কোনো মূল্যায়ন করে না। যে সমাজে ভালো মানুষের মূল্যায়ন হয় না সে সমাজে ভালো মানুষ তৈরী হয় না।

Related Posts

22 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.