কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি স্মার্টফোন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোবাইল আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। একে ছাড়া এক মূহুর্ত থাকা অসম্ভব। তাই আমরা নতুন মোবাইল কেনার ক্ষেত্রে দামে কম মানে ভালো এমন মোবাইল খুজে থাকি। তাই আজকে আপনাদের সাথে আলোচনা করবো এমনই একটি মোবাইল নিয়ে। মোবাইলটি হলো রিয়েলমি কোম্পানির realme c25

realme c25 বাংলাদেশের মার্কেটে ২টি ভেরিয়েন্টে লজ্ঞ করা হয়েছে 4/64  এবং  4/128 GB
‌‌‌ ‌‌                প্রাইজ – 13990৳ 4/64
                              14990৳ 4/128

আমরা জানি এই বাজেটের মধ্যে অন্য আরও অনেক মোবাইল রয়েছে এমনকি realme এর নিজেরি বেশ কিছু স্মার্ট ফোন রয়েছে। কিন্তু তারপরও কেন আপনি realme c25 চয়েস করবেন। কি নতুনত্ব আছে এই ফোনে। চলুন জেনে নেই –

◊ realme c25 বাংলাদেশে রিলিজ হয়েছে March 27, 2021 তারিখে।

◊ এটি দুটি কালার ভেরিয়েশনে পাওয়া যাচ্ছে। একটি হলো Water Blue আর একটি হলো Water Gray

◊ realme c25 USB type-C পেয়ে যাবেন। এই বাজেটের মধ্যে যা অধিকাংশ ফোনেই পবেন না।

◊ ম্যাটেরিয়াল হিসেবে আপনি পেয়ে যাবেন Gorilla Glass Front এবং Plastic body । এটি হাত থেকে পরে গেলে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

◊ ফোনটির ওজন 209g

◊ আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.5 inches এর একটি HD plus রেজুলেশনের এর IPS LCD Touchscreen

◊ ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 48M এর ক্যামেরা সেটআপ। আর থাকছে Ultra Macro ক্যামেরা যা দিয়ে আপনি সূক্ষ জিনিসের ক্লিয়ার একটি ফুটেজ পেয়ে যাবেন।

◊ ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8M এর ক্যামেরা।
ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাবেন 6000mAh এর মেগা ব্যাটারি আর 18W fast charging সুবিধা। আপনি হেভি ইউজার হলেও অনায়াসে ২দিন ইউজ করতে পারবেন একবার চার্জ দিয়ে।

  1. ◊ এর অপারেটিং সিস্টেম  এ আপনারা পেয়ে যাবেন Android 11 realme UI 2.0

◊ চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G70(12nm)

◊ আর প্রসেসর হিসেবে থাকছে octa core, up to 2.0 GHz

◊ এই ফোনে কোনো নটিফিকেশন লাইট পাচ্ছেন না আর ব্যাকে থাকছে ফিঙ্গার স্ক্যানার।

সব মিলিয়ে দুর্দান্ত একটি স্মার্টফোন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। মোবাইল কেনার আগে সেই মোবাইলের ফিচার সম্পর্কে ভালোভাবে জেনে কিনবেন।
এই করোনা কালীন সময়ে “ঘরে থাকুন, সুস্থ থাকুন”

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.