কবিতা সংকলনঃ তরু তুমি বলেছিলে

সুপ্রিয় পাঠক পাঠিকা আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা সংকলন নিয়ে হাজির হলাম। সংকলনটি যদি ভালো লাগে তাহলে মন্তব্য করার আবেদন রইল।

১।চোখে তোমার এখনও বিস্ময়

  • বহুদিন পর দেখেছি তোমায়
  • আছো তুমি আগের মতো,
  • বদলায়নি সে চির চেনা হাসি
  • আছে আগে যা ছিল ঠিক তেমন।
  • সেই চাহনি প্রথম যেমন দেখিছি
  • আজও তা অবিকল,
  • এখনও দেখলে শিহরন জাগে
  • উছলে ওঠে প্রেমানল।
  • চোখে তোমার এখনও বিস্ময়
  • হয়তে থাকবে চিরকাল,
  • ভাললাগা আমার শুরু হয়েছিল
  • দেখলাম যখন তোমার চোখে জল।
  • রাগলে তোমায় মনে হয় যেন
  • রুদ্রমূর্তি এলো বুঝি ধরনীতে,
  • হাসিতে তা মেলায় ক্ষণিকে
  • প্রেম ভালবাসার মধুর বন্ধনে।

২। মূদু স্পন্দনে

  • বিকেল বেলার স্নিগ্ধ রোদ
  • প্রবাহিত সুশীতল বাতাস,
  • আবেগে মনে গেয়ে ওঠে
  • তোমায় নিয়ে সুমধুর গান।
  • কবির চোখে যত সুন্দর
  • লিখেছে তার কবিতাতে,
  • হয়ত তা ম্লান হবে
  • যদি দেখে তোমায় সমুখে।
  • পাগলা হাওয়ার মৃদু স্পন্দনে
  • দোলে তোমার সেই কেশ,
  • অপ্সরী দেখে লজ্জা পেয়ে
  • লুকালো তার বেশ।
  • সব কিছু ভুলে তোমার দর্শনে
  • উন্মাদ হলাম অশেষ,
  • ভালবাসি অধিক প্রিয় তোমায়
  • যদিও হয়ে যাই নিঃশ্বেস।

৩।  ওগো মায়বী

  • আজও আমি তোমার জন্য
  • প্রতিক্ষায় আছি অবিরত,
  • পুষ্প হাতে ঠায় দাড়িয়ে
  • আসবে বলে চেয়ে তোমার পথও।
  • কখন তোমার দেখা পাব
  • ওগো মায়াবী সুহাসিনী,
  • কাছে এসে শোনাও আমায়
  • তোমার প্রেমের বাণী।
  • এভাবে দিন কেটে গেল কত
  • পার হল কত প্রহর,
  • মিলবে কবে আমার সনে
  • খুলে দিয়ে সকল দার।

৪। তরু তুমি বলেছিলে 

  • তরু তুমি বলেছিলে 
  • আমার জীবনে জড়িয়ে
  • ছন্দময় করবে তিলে তিলে।
  • আজ তুমি কোথায় হারালে
  • নিঃশ্চুপ মেঘের আড়ালে
  • নাকি বেদনার নীল সাগরে।
  • আশা জাগিয়ে ভুবন মাঝে
  • নিরাশার অতল পাথারে
  • আমায় ফেলে দিলে।
  • কোন প্রতিশোধ নিলে তুমি 
  • অশ্রু জলে ভাসিয়ে 
  • প্রেমের তরী ডুবিয়ে।

৫। ভাঙ্গা মন কভু 

  • মন ভেঙ্গে গেল আঘাতে তোমার
  • হয়ত আর জোড়া লাগবে না কভু,
  • যদিও ফিরে আসো জীবনে আমার
  • ক্ষত আর শুকাবে না তবু।
  • অনেক দিনের তিল তিল করা
  • জমানো ভালবাসার সে দেয়াল,
  • আগের মত গড়তে তোমার
  • সময় লাগবে বিশাল।
  • অপরাধ ছিলনা আমার মোটেও
  • তবুও তুমি অকারণে,
  • দুঃস্বপ্নের মত হানা দিলে
  • আমার ছোট্ট এই জীবনে।
  • কমতি ছিলনা তোমার প্রতি
  • আমার নিখুত ভালবাসার,
  • তবুও তুমি মিছে আলেয়ায়
  • ভুল বুঝেছিলে আমায়।

৬। নিঃস্ব হয়েছি

  • নিঃস্ব হয়েছি উজাড় করে দিয়ে
  • হৃদয়ে জমানো যত ভালবাসা,
  • মূল্য আমি পেলাম না বলে
  • হারিয়ে ফেলেছি সকল আশা।
  • বন্ধন তুমি ছিন্ন করে
  • পাড়ি দিয়েছো কোন অজানাতে,
  • ভাল লাগে কি খুবই তোমার
  • আমায় ধীরে ধীরে পোড়াতে।
  • মনে তোমার কিসের বাসনা
  • বলতে যদি একটি বার,
  • চেষ্টার আমি ত্রুটি করতাম না
  • কষ্ট যত হত আমার।

Related Posts

33 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.