কবিতাগুচ্ছ- একদিন জ্বর সকালে, যাসনে মা আলোর সনে, যে কথা খুলে বলিনি, বউ আনলাম ভালোডা

একদিন জ্বর সকালে
গাজী মোহাম্মদ আব্দুল মাজেদ

একদিন
জ্বর সকালে
তোমারে দেখেছি,
তোমার পিতার কাছে যাব
ভয় ভয় মুখটাকে চিনে রেখেছি।
সে যে
এসেছিল
শূন্য পায়ের স্বরে,
জ্বর তো এখনো কমেনি
বলেছিল আমার কপাল ধরে।
আমি
আমার জন্য
সে চোখে দেখেছি
সংসারের ভালোবাসা।
ভুলতে পারি না চুপ চুপ আসা।
শোনো
সবাই শোনো,
আমি যে তখনই
মনে মনে ঠিক করেছি,
কিছু মানুষ গিয়ে, নিয়ে আসব
তারে
আমার হৃদয়
বাড়ি। মোনের হাতে
দোয়া করো, তারে যেন
জনম জনম ভালোবাসতে পারি।

যাসনে মা আলোর সনে
গাজী মোহাম্মাদ আব্দুল মাজেদ।

যাসনে মা আলোর সনে
তোরে ব্যথা দিবে।
খাসনে মা আলোকগনে
তোরে কথা দিবে।
সে ব্যথা আর থামবে না
যতই কাঁদতে থাকো।
সে ব্যথা আর নামবে না
যতই বাঁধতে থাকো।
ওরে মা, সে কথা আর
রাখবে না ভুলেও।
ওরে মা, তোরে থাকতে
দেবে না ফুলেও।
লোকমুখে পাগল হবি
হবি দুর্নাম ভরা।
কী বেঁচে থেকেও যে
বার বার বাঁচা মরা।

যে কথা খুলে বলিনি
গাজী মোহাম্মদ আব্দুল মাজেদ।

যে কথা খুলে বলিনি কোথাও,
সে কথা বলা হয়েছে তোমায়।
তখনই দিলে বড় বেদনা,
দিয়ে বলেছ বন্ধু কেঁদনা।
এ যেন সেথায় লবন ছিটানো,
লাঠি নয়, কাঠি দিয়ে পিটানো।
যাহাদের ভয়ে আশ্রয় চেয়েছি,
তুমি তাহাদের মাঝে পাঠালে।
যেন সীমাহীন ক্ষমতা তোমার!
বাতাস এসে কুড়ে ঘর হাটালে।
আমি সম্পূর্ণ বোবা হয়েছি,
তখনও আধেক বোকা রয়েছি।

তুমি কি দেখেছ?
গাজী মোহাম্মদ আব্দুল মাজেদ।

তুমি
কি দেখেছ?
দারিদ্র আমারে
কোথায় নামিয়ে নিয়েছে?
অসুস্থ জীবন মাস মাস দিয়েছে।
আমি
যে কখনোই
পারিনি আমারে
ধরে চিকিৎসা করাতে।
আমি হেরেছি মরণ মরাতে।
ছোটো
জীবন থেকেই
এমন কোনো বড়
আপনের কেউ ছিল না।
কার কাছে চোখের পানি, নিল না ।
আমি
ভাত পেয়েছি
দায়িত্ব ভরা ভাত,
কোনো বড় আপন পাই নি।
অনাদর কখনও কাছে চাই নি।
ইচ্ছা
করলে পারত,
এ অসুস্থ সারত,
কেউ এগিয়ে আসেনি
অতোটা ভালো কিন্ত বাসেনি।
আমি
বাধ্য হয়ে
বোবা বোকা জীবন
নীল আপন করে নিয়েছি,
দারিদ্রতায় ভাসিয়ে দিয়েছি।

বউ আনলাম ভালোডা
গাজী মোহাম্মাদ আব্দুল মাজেদ।

বউ আনলাম দেইখা শুইনা কালোডা,
কারণ লোকে কয় মন লাগবে ভালোডা।
এখন দেখি ভেতর বাহির সব কালো,
কী বলব ভাই? জানে খোদা রব ভালো।
মন তার খালা বাড়ি,
ধন সব নানা বাড়ি,
তোরা লাগা ভাইয়ে ভাইয়ে মারামারি।
চুপ করে রই,
তার কথা সই,
দে বাজিয়ে ঝগড়া বিবাদ হাসব হই হই।
এখন যদি “ক” বলি
তিনি বলবেন “খ”,
ওরে ভাই বলবেন, “তোরা
মাথা বুইজ্জা ব”।
আমি অবুঝ কথার ভয়ে পালাই।
রাজি হবো না আর কোনো দিন
যেতে তার ঘরে,
অসহায় পড়ে,
যদিও দেয় ছোটো কালের মালাই।
এমনিতেই যা পেয়েছি,
যদি চায়, তবে তার জন্য সেজদা।
এক কিছুই না দিয়েছি
তবু মুখের বিবাদ চাই না মেজদা।

সেজদা = প্রতিদান হিসেবে যদি চাওয়া হয়,

Related Posts

42 Comments

  1. খুব ভালো লেগেছে। তুমি কি দেখেছ?
    গাজী মোহাম্মদ আব্দুল মাজেদ এর এই কবিতাটি।
    আসলেই বাস্তবতা অনেক কঠিন।

  2. বউ আনলাম ভালোডা
    গাজী মোহাম্মাদ আব্দুল মাজেদ।
    সত্যি অসাধারণ। ভালো জীবন সঙ্গী না হলে জীবন অনেক কষ্টের হয়।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.