এবার ঘরে বসে সহজেই ট্র‍্যাক করুন বিমান

হ্যালো!

আচ্ছা,কখনো কি আপনার আকাশে বিমান উড়া দেখে মাথায় প্রশ্ন জেগেছিলো যে এই বিমান আসলে কোথায় যাচ্ছে বা কোথা থেকে এটি রওনা দিয়েছে?
নিশ্চয়ই জেগেছে।

সত্যি বলতে আমার মাথাতেও এসেছে। কিন্তু যখনই আমার মাথার উপর দিয়ে বিমান উড়ে গেছে তখনই আমি এক চুটকি দিয়ে বলে দিয়েছি বিমানটি প্রকৃতপক্ষে কোথায় যাচ্ছে, কিংবা কোথা থেকে টেক অফ করেছে। এমনকি পুরো বিমানের সম্পূর্ণ ডিটেইলস সহ বলে দিতে পারি আমি। উমম…এটা কোনো সুপারপাওয়ার নয়। এটা শুধু একটা অ্যাপের খেলা। অনেকেই হয়ত ভাবছেন একটা অ্যাপ দিয়ে পুরো বিমানকে কিভাবে ট্র‍্যাক করা সম্ভব?

সম্ভব। শুধু মাথার উপর উড়ে যাওয়া বিমানই নয় পুরো বিশ্বের যেকোনো প্রান্তে উড়ে যাওয়া বিমান ট্র‍্যাক করতে পারবেন আপনি। চলুন তবে কথা না বাড়িয়ে উক্ত অ্যাপ সম্পর্কে যেনে নেওয়া যাকঃ

অ্যাপটির নাম হলো Flightradar24. গুগোল প্লে স্টোরে গিয়ে Flightradar24 লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যাপটি। যদি কষ্ট হয় তবে দয়া করে এখানে ক্লিক করুন

যদি অ্যাপটি ইন্সটল করতে না চান তবে গুগোলে গিয়ে সার্চ করুন Flightradar24.com লিখে। অ্যাপটির ওয়েব ভার্সন পেয়ে যাবেন সেখানে।

এবার আসা যাক অ্যাপটি কিভাবে কাজ করেঃ

Flightradar24 এমন একটি ফ্লাইট ট্র‍্যাকার যেটি পুরো বিশ্বের যেকোনো প্রান্তের ফ্লাইট লাইভ ট্র‍্যাক করতে পারে। এটি প্রতিদিন প্রায় ১৫০০০০টি বিমান ট্র‍্যাক করতে পারে। এটি কিছু ডাটা সোর্স যেমন MLAT, ADS-B, radar data থেকে ডাটা একত্রিত করে এবং একটি নির্ভূল ও ইউনিক ট্র‍্যাকিং প্রদর্শন করে।

অ্যাপটিতে কিংবা ওয়েবসাইটটিতে প্রবেশের পর উপরের মতো একটি পেজ অপেন হবে। এবার এখানে আপনি হলুদ রঙের অসংখ্য বিমান দেখতে পাবেন। হয়ত নিজের চোখে বিশ্বাসই করতে পারছেন না যে এত বিমান বাংলাদেশের আকাশে উড়ছে। এটাই স্বাভাবিক। এবার নিজের কাঙ্ক্ষিত জায়গাটি সিলেক্ট করুন এবং দেখতে পাবেন আপনার মাথার উপরের সেই বিমান উড়ে যাচ্ছে। এবার স্পষ্ট করে সেই বিমানে উপর একটা ক্লিক করুন৷ তাহলেই পেয়ে যাবেন সেই বিমান সম্পর্কিত সবরকম তথ্য।

সেটিংস অপশনে ক্লিক করে ম্যাপের স্টাইল, ব্রাইটনেস, আবহাওয়া, টেম্পারেচার এসব জানতে ও পরিবর্তন করতে পারেন। এছাড়াও ডান পাশের বাটনটিতে ক্লিক করে ফিল্টারিং করে নিতে পারেন। বুকমার্কে ক্লিক করে কোনো পছন্দনীয় জায়গা সিলেক্ট করে রাখতে পারেন।

অ্যাপটি নরমালি উপভোগ করতে হলে ফ্রিতেই এটি ব্যাবহার করতে পারেন। তবে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাবহার করতে চাইলে অবশ্যই অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ব্যাবহার করুন। অ্যাপটির প্রিমিয়াম ভার্সনে রয়েছে প্রচুর অসাধারণ ও অবিশ্বাস্য কিছু ফিচার।

আপনার পরিবারের কেউ কিংবা আপনিই যদি পাইলট অথবা এয়ারপোর্টে কোনো জব করে থাকেন তবে অবশ্যই এই অ্যাপটি আপনার অনেক উপকারে আসতে চলেছে। এছাড়াও পরিবারের কেউ যদি বিদেশ থেকে আসেন তবে তাকেও পথে পথে ট্র‍্যাক করাটা কিন্তু মাত্র ১ মিনিটের ব্যাপার। তাই অ্যাপটি যথাযথ ব্যাবহার করুন। ধন্যবাদ।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.