একটি ইজারাপত্র দলিল বা বন্ধকনামা দলিল

 

মাতা মোছাঃ রাশেদা বেগম, ধর্ম-ইসলাম, পেশা-কৃশিকার্য্য, জাতীয়তা-বাংলাদেশী, সাং-গড়জরিপা, ডাকঘর-গড়জরিপা, উপজেলা- শ্রীবরর্দী, জেলা- শেরপুর।

দাতাঃ মোঃ সাকিব হোসেন, পিতা মোঃ আমজাদ আলী, মাতা মোছাঃ শিরিনা বেগম, ধর্ম-ইসলাম, পেশা-কৃশিকার্য্য, জাতীয়তা-বাংলাদেশী, সাং-গড়জরিপা, ডাকঘর-গড়জরিপা, উপজেলা- শ্রীবরর্দী, জেলা- শেরপুর।

 

মৌজা- গড়জরিপা
জমির পরিমান- ৫০(পঞ্চাশ) শতাংশ জমি মাত্র।
মূল্য- ১,০০,০০০/- ( এক লক্ষ) টাকা মাত্র।
বার্ষিক কর্তন- প্রযোজ্য নহে
উপজেলা- শ্রীবরদী, জেলা- শেরপুর।

পরম করুনাময় আল্লাহতায়ালার নামে ইজারাপত্র বা বন্ধকনামা দলিল সৃষ্টির উদ্দেশ্য নিন্মে বর্ণনা করিতেছি যে, আমার সাংসারিা কার্য পরিচালনা করার জন্য নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় অন্য কোন উপায়ে টাকা সংগ্রহ করিতে না পারায় আমার স্বত্বদখলিয় নিন্ম তফসিল বর্ণিত ৫০ (পঞ্চাশ) শতাংশ জমি ইজারাপত্র বা বন্ধক দেওয়ার প্রস্তাব করিলে তাহা আপনি উক্ত জমি ইজারা বা বন্ধক নিতে ইচ্ছুক হওয়ায় সে মতে উক্ত জমির সর্বোচ্চ্য বন্ধকী মূল্য মং- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মাত্র সাব্যস্থ করিয়া মূল্যের সাকুল্য টাকা নিম্ন স্বাক্ষীগণের মোকাবেলায় অদ্য নগদ আপনার নিকট হইতে গ্রহণ করিয়া উক্ত জমি আপনার বারবার দখল ছাড়িয়া দিলাম। উক্ত টাকা অদ্য তারিখ হইতে আগামী ০২(দুই) ফসলের পর যে কোন মৌসুমী ফসল উঠার পর আপনার দেওয়া টাকা একযুগে আপনাকে ফেরৎ প্রদান করিলে আপনি গ্রহীতা উক্ত জমি আমার নিকট বুঝাই দিবেন। প্রকাশ থাকে যে, আপনার দেওয়া টাকা না দিয়া উক্ত জমিতে গেলে আমি বা আমার স্থলবর্তী/ পরবর্তী ওয়ারিশগনদের মধ্যে যদি কেউ উক্ত জমিতে যায় তবে তাহা সর্বআইনে অগ্রাহ্য হইবে। আরও প্রকাশ থাকে যে, আমার অভাবে আমার ওয়ারিশগন আপনার দেওয়া টাকা আপনাকে বুঝাইয়া দিয়া উক্ত জমি ভোগদখল করিতে পারিবে টাকা না দিয়া উক্ত জমিতে গেলে তাহা আইনত অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য করা হইবে। এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে অত্র ইজারাপত্র বা বন্ধকনামা দলিল লেখাইয়া দিয়া ইহাতে স্বয়ং সম্পাদন করিলাম। ইতি তারিখঃ ১৬/০৯/২০২০ ইং

 

তফসিল জমির চৌহুদ্দিঃ-

জেলা- শেরপুর, উপজেলা- শ্রীবরদী, মৌজা- গড়জরিপা।

সাবেক- —————————- নং খং ও হাল ——- নং খতিয়ান।
দাগ নং- সাবেক ——— নং দাগের হাল- ৮৭১,৮৭২ নং দাগ নামা।
অত্র দাগের ভূমি হইতে———— ৫০ (পঞ্চাশ) শতাংশ জমি মাত্র।

মোয়াজী- পঞ্চাশ শতাংশ জমি মাত্র।

অত্র দলিল পাঠ করিয়া উহার মর্ম অবগত হইলাম।

দলিল লেখকের পূর্ণনাম, ঠিকানা, সনদ নম্বর ও স্বাক্ষরঃ-

মোহাম্মদ আমিনুল ইসলাম
সাং- গড়জরিপা
সনদ নং- ১১৭
এস আর অফিস শ্রীবরদী, শেরপুর।

 

ইশাদি

১।

২।

৩।

৪।

৫।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.