এইস ডি আর মোড কি? কিভাবে এই মোড কাজ করে এবং কখন এটি ব্যবহার করে আপনি ছবি তুলবেন?

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরা সবাই আমাদের মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে বর্তমানে বেশ খানিকটা স্বচ্ছন্দ বোধ করি। মোবাইল ফোন দিয়ে তোলা ছবিকে আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের চেষ্টার কোন কমতি নেই।

এর জন্য আমরা অ্যাপস্টোর গুলো থেকে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাপ নামাই। ছবি এডিট করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ নামিয়ে থাকি। কিন্তু এই সকল অ্যাপ আপনার ফোনের ক্যামেরা কে বাড়িয়ে দিতে সক্ষম নয়। কিন্তু আপনি যে কাজটি করতে পারেন সেই কাজটি হলো আপনার ফোনের ক্যামেরা সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী একটি সুন্দর ছবি তোলার চেষ্টা করা।

এতে আপনি একটি ভাল ফলাফল পেতে সক্ষম হবেন। আর বর্তমানে এই স্মার্টফোনের সময়ে স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে জানা আমাদের জন্য বেশ দরকার। আজ আমি আপনাদের সাথে একটি খুবই সাধারণ একটি স্মার্টফোন ক্যামেরা ফিচার নিয়ে আলোচনা করব যার নাম এইস ডি আর। হ্যাঁ, এই নামটি আমাদের নিকট অতি পরিচিত। কিন্তু আসলেই কি আমরা এর সঠিক ব্যবহার সম্পর্কে জানি? চলুন তাহলে আজকে জেনে নেয়া যাক এইচ ডি আর সম্পর্কে।

এইচ ডি আর কি?

এইচ ডি আর শব্দটির পূর্ণরূপ হল হাই ডাইনামিক রেঞ্জ। ফটোগ্রাফির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই বিষয়টি সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষই ভুল ধারণা করে। আমরা মনে করি এইচ ডি আর মোড ব্যবহার করে তোলা ছবি দেখতে সাধারণভাবে তোলা ছবি অপেক্ষা অনেক সুন্দর দেখাবে। যা একটি সম্পূর্ণ ভুল ধারণা। ফটোগ্রাফিক টার্মে ডায়নামিক রেঞ্জ হল ছবিতে থাকা সবচেয়ে উজ্জ্বল বিন্দু এবং সবচেয়ে অনুজ্জ্বল বিন্দুর মধ্যে কি পরিমান তফাৎ তা বোঝায়।

এইস ডি আর মোড এই সাধারণ ডাইনামিক রেঞ্জকে আরও একটি নতুন পর্যায়ে নিয়ে যায়। হ্যাঁ এই মোড ব্যবহার করে আপনি একটি সুন্দর ছবি পেতে সক্ষম হবেন কিন্তু তার মানে এই নয় যে প্রতিটি ক্ষেত্রেই আপনাকে এই মোড ব্যবহার করতে হবে। এর জন্য আপনার অবশ্যই জানতে হবে যে আপনি কোন বস্তুটি আপনার ছবিতে ক্যাপচার করতে চলেছেন।

এইচ ডি আর মোড কিভাবে কাজ করে?:

আমরা যখন এইচ ডি আর মোড ব্যবহার করে কোন ছবি তুলি তখন বস্তুত আমাদের ক্যামেরা একাধিক ছবি ক্যাপচার করে। তারপর সেই ছবিগুলো থেকে উজ্জ্বল এবং অন্ধকার অঞ্চল সমূহের উপর নির্ভর করে তাদের সমন্বয়ে একটি ছবি গঠন করে যার মধ্যে ডায়নামিক রেঞ্জ এর একটি সুন্দর কম্বিনেশন থাকে। হ্যাঁ ঠিক তাই।

এইচ ডি আর ব্যবহার করলে এই কয়েকটি কাজ একসাথেই সম্পন্ন হয় কিন্তু একটি ছবি আউটপুট হিসেবে আমাদের নিকট আছে বলে আমরা এই বিষয়টি সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখিনা। আবার বর্তমানে কিছু ফোন বের হয়েছে যারা অটোমেটিক এইচ ডি আর মোড সাপোর্ট করে। যার ফলে মোবাইল ছবির ধরন অনুসারে এইচ ডি আর মোড ব্যবহার করে ছবি তুলতে সক্ষম হয়।

এইচডি আর মোড কখন ব্যবহার করবেন?:

এই মোড সব সময় যদি ব্যবহার করে ছবি তুলেন তাহলেই যে ভালো ছবি পাবেন সেটি সম্পূর্ণ ভিন্ন কথা এবং একটি ভুল ধারণা। আমার সাধারণত যখন দিনের বেলায় বাইরে গিয়ে ছবি তুলি তখন সূর্যের আলো আপনার ছবির কনট্রাস্ট অনেকটাই বাড়িয়ে ফেলতে সক্ষম হয়। এইচ ডি আর মোড এই বিষয়টিকে খুব সহজেই ব্যালেন্স করে নিতে পারে এবং এই সময় যদি আপনি এই মোডটি ব্যবহার করেন তবে আপনি একটি সুন্দর ছবি পেতে সক্ষম হবেন।

আবার আপনি যদি চলমান কোন বস্তুর ছবি তুলতে চান তবে এই মোড আপনার কোনো উপকারে আসবেনা। যেহেতু এই মোড বেশ কয়েকটি ছবি একত্রে তুলে তা প্রসেস করে একটি ছবিতে রূপান্তরিত করে তাই স্থির ছবি তোলার ক্ষেত্রে এই মোড সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হয়। কিন্তু গতিময় কিছু ক্যাপচার করার ক্ষেত্রে এটি সম্পূর্ণভাবে ব্যর্থ।

আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.