এইচএসসি ২০২২ইং আইসিটি সাজেশন

প্রিয় পাঠক / পাঠিকা বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইসিটি বইয়ের কোন কোন অংশ গুলো ভালো করে পড়লে পরীক্ষায় ভালো করা যায় তা নিয়ে আজকের আমার এই আর্টিকেল। সবাইকে মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল।

১ম অধ্যায়ঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ

* ভার্চুয়াল রিয়্যালিটি
– প্রত্যাহিক জীবনে ভার্চুয়াল রিয়্যালিটির প্রভাব।

* তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা
– আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
– রোবোটিকস
– ক্রয়োসার্জারি
– মহাকাশ অভিযান
-আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা
-প্রতিরক্ষা
– বায়োমেট্রিক্স
– বায়োইনফরম্যাট্রিক্স
-জেনেটিক ইঞ্জিনিয়ারিং
-ন্যানো টেকলজি।
বিশ্বগ্রাম, রোবোটিকস, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিকস অংশ ভালো করে পড়তে হবে।

২য় অধ্যায়ঃ
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

* কমিউনিকেশন সিস্টেম
– কমিউনিকেশন সিস্টেমের ধারণা
– ডেটা কমিউনিকেশনের ধারণা
– ব্যান্ড উইডথ
– ডেটা ট্রান্সমিশন মেথড
– ডেটা ট্রান্সমিশন মোড

* ডেটা কমিউনিকেশন মাধ্যম
* তার মাধ্যম
* তার বিহীন মাধ্যম
– রেডিও ওয়েব
– মাইক্রো ওয়েব
– ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম
– ব্লুটুথ
– ওয়াই -ফাই
– ওয়াই – ম্যাক্স
* মোবাইল যোগাযোগ
– বিভিন্ন প্রজন্মের মোবাইল
* কম্পিউটার নেটওয়ার্কিং
* নেটওয়ার্ক ডিভাইস
– মডেম, হাব, রাউটার, গেটওয়ে সুইচ, NIC
* নেটওয়ার্কের কাজ
* নেটওয়ার্ক টপোলজি
*ক্লাউড কম্পিউটিং।

৩য় অধ্যায়ঃ
১ম অংশ – সংখ্যা পদ্ধতি

* সংখ্যা আবিষ্কারের ইতিহাস

* সংখ্যা পদ্ধতি
– প্রকারভেদ

* সংখ্যা পদ্ধতির রূপান্তর
* বাইনারি যোগবিয়োগ
* চিহ্ন যুক্ত সংখ্যা
* ২ এর পরিপূরক

*কোড
-কোডের ধারণা
– BCD, EBCDIC, ASCII, Alphanumeric Code, Unicode.
সংখ্যা পদ্ধতি ও কোড অংশ থেকে প্রশ্ন আশার সম্ভাবনা অনেক বেশি।

২য় অংশ – ডিজিটাল ডিভাইস

* বুলিয়ান অ্যালজেবরা ও ডিজিটাল ডিভাইস
– বুলিয়ান অ্যালজেবরা
– বুলিয়ান উপপাদ্য
– ডি মরগানের উপপাদ্য
– সত্যক সারণি

* মৌলিক গেইট
– AND, OR, NOT
– সার্বজনীন গেইট
– বিশেষ গেইট

* এনকোডার
* ডিকোডার
* অ্যাডার
*রেজিস্ট্রার
* কাউন্টার।
২য় অংশের গেইট অংশটি ভালো করে পড়তে হবে। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ।

৪র্থ অধ্যায়ঃ
ওয়েব ডিজাইন পরিচিতি

* ওয়েব ডিজাইনের ধারণা
* ওয়েব সাইটের কাঠামো

* HTML এর মৌলিক বিষয় সমূহ
– HTML ধারণা
-HTML সুবিধা
– HTML ট্যাগ ও সিনটেক্স পরিচিতি
– HTML নকশা ও কাঠামো লে-আউট
– ফরমেটিং
– ওয়েব পেজ এ বুলেট
– হাইপার লিং
– হেডিং কালার ও বিন্যাসের ব্যবহার

* ওয়েব পেইজ ডিজাইনিং
* ওয়েব সাইটে পাবলিশিং।

এই অধ্যায় এর HTML অংশটি ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আশার সম্ভাবনা বেশি।

৫ম অধ্যায়ঃ
প্রোগ্রামিং ভাষা

* প্রোগ্রামের ধারণা
* প্রোগ্রামের ভাষা
* মেশিন ভাষা
* অ্যাসেম্বলি ভাষা
* মধ্যম স্তরের ভাষা

* উচ্চ স্তরের ভাষা
– সি
– সি++
– ভিজুয়াল বেসিক
– জাভা
– ওরাকল
– ফোরট্রান
– পাইথন

* চতুর্থ প্রজন্মের ভাষা
* ভাষা গুলোর মধ্যে পার্থক্য গুলো অবশ্যই পড়তে হবে।

* অনুবাদ প্রোগ্রাম
– কম্পাইলার
– অ্যাসেম্বালার
– ইন্টারপ্রেটার

* প্রোগ্রামের সংগঠন
* প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ
– অ্যালগরিদম
– ফ্লোচার্ট
( অ্যালগরিদম ও ফ্লোচার্ট অবশ্যই ভালো করে পড়তে হবে। এই অংশ টুকু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।)
– অ্যালগরিদম ও ফ্লোচার্ট পার্থক্য

* প্রোগ্রাম ডিজাইন মডেল

* সি প্রোগ্রামিং ভাষা
– প্রাথমিক ধারনা
– বৈশিষ্ট্য
– প্রোগ্রাম কম্পাইলিং
– প্রোগ্রামের গঠন

* C ভাষার ব্যবহার

* ডেটা টাইপ
– ধ্রুবক
– চলক
– রাশিমালা
– কী ওয়ার্ড
– ইনপুট- আউটপুট
– লুপ স্টেটমেন্ট
– অ্যারে
– ফাংশন।

৬ ষ্ঠ অধ্যায়ঃ
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

* ডেটাবেজ ম্যানেজমেন্টের ধারণা
* ডেটাবেজ
* ডেটাবেজ সফটওয়্যার
* ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
* DBMS এর প্রাথমিক কাজ সমূহ

* কী
– প্রাইমারি কী
– ফরেন কী
– প্রাইমারি কী ও ফরেন কী এর মধ্যে পার্থক্য

* কুয়েরি
– SQL কুয়েরি

* ডেটাবেজ সর্টিং
* ডেটাবেজ ইনডেক্সিং
* ডেটা সিকিউরিটি
* ডেটা এনক্রিপশন
* রিলেশন ডেটাবেজ সিস্টেম ও এর ব্যবহার।

ভালো করে সব অংশ গুলো পড়তে হবে।

প্রিয় পাঠক পাঠিকা বৃন্দ,

আজ এখানেই সমাপ্ত করলাম। ইনশা-আল্লাহ আগামীতে আবারও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আমার তথ্য/লেখা গুলোর মধ্যে কোনো ভূল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।

Related Posts

40 Comments

  1. খুবই ‍ভালো কাজ
    এইচ এস সি পরিক্ষার্থিদের জন্য খুবেই গুরুত্ব পূর্ণ তথ্য

  2. আপনার এই পোস্টটা অনেক ভাল লাগসে। আশা করি আগামীতে এই রকম পোস্ট আরো লিখবেন। ধন্যবাদ !

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.