উপহার দেওয়ার মত ইসলামিক বই পাঁচটি

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক বন্ধুরা,আমাদের আজকের বিষয়: আজ আমি বলে দিব ৫ টি উপহার দেওয়ার মত ইসলামিক বই এর নাম। যেগুলো আপনারা বন্ধুদের উপহারস্বরূপ দিতে পারেন।

বই হলো মানুষকে দেওয়ার সর্বশ্রেষ্ঠ উপহার। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বইয়ের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বই মানুষের অকৃত্রিম বন্ধু। বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে, একজন আদর্শ মানুষ হতে সাহায্য করে।

এক এক প্রকার মানুষ একেক রকম বই পড়তে ভালোবাসে। কারো উপন্যাস পড়তে ভালো লাগে, কারো আত্মজীবনী পড়তে ভালো লাগে, কেউবা গল্প করতে পছন্দ করে আবার কেউ ইসলামিক বই পড়তে ভালোবাসে।

বন্ধ কে উপহার দেওয়ার মত ইসলামিক বই এর পাঁচটি নাম-

১. নেয়ামুল কোরআন
২. বেলা ফুরাবার আগে
৩. কুরআন বোঝার মূলনীতি
৪. সহিহ বুখারী শরীফ
৫. সহিহ মুসলিম শরীফ

নেয়ামুল কুরআন ( হযরত মাওলানা শামসুল হক রহ:)– নেয়ামুল কুরআন বইটিতে আল্লাহ ও নবী-রাসূলগণের জীবনের ইতিহাস ও নানা আমলের কথা বলা হয়েছে। বইটি পড়ার মাধ্যমে পাঠক ইসলামী নিয়ম অনুযায়ী জীবন-যাপন করার বিভিন্ন দিকনির্দেশনা পাবে।

বিভিন্ন নবী-রাসূলগণের জীবনী সম্পর্কে জানতে পারবে এবং বাস্তব জীবনে তা কাজে লাগিয়ে জীবনকে সুন্দর করতে পারবে।

বেলা ফুরাবার আগে ( আরিফ আজাদ)-

বইটিতে আমাদের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের বিভিন্ন গল্প এবং আমাদের অগোছালো জীবনকে গুছিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। বইটি পড়ার মাধ্যমে আমরা নিজেকে বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করতে পারি।

আমরা আমাদের মূল্যবান সময় কিভাবে কাজে লাগাচ্ছি বা আমাদের সময় গুলো কোথায় কিভাবে কাজে লাগানো উচিত, কাদের সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি করা উচিত, আমরা কিভাবে আমাদের সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারব, কিভাবে আমরা আমাদের সৃষ্টিকর্তা কে ভুলে যাচ্ছি , আমাদের দ্বীনে ফেরার জন্য কিভাবে নিজেকে পরিবর্তন করা উচিত এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।

কোরআন বোঝার মূলনীতি ( ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স)– আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনে চলার পথে এমন কোন জিনিস নেই যেটা ইসলামে বলা হয়নি। কুরআন বুঝে পড়ার মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনার দিকনির্দেশনা পাই।

কুরআন বোঝার মূলনীতি বইটিতে কুরআনের বিভিন্ন তাফসির, কুরআনের ভাষাশৈলী, কুরআনের সাহিত্য শৈলী, কুরআন নাযিল সহ আরো অনেক বিষয়ের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। বইটি পড়ার মাধ্যমে পাঠক কুরআন বুঝে পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে।

সহিহ বুখারী শরীফ (ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী র.)– সহিহ বুখারী শরীফ একটি হাদিস বিষয়ক গ্রন্থ। এই গ্রন্থটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথা এবং কাজের বর্ণনা করা হয়েছে।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা এবং কাজের প্রতিফলনই নবীর সুন্নাত হিসেবে পরিচিত। বইটি পড়ার মাধ্যমে মহানবী সাঃ এর দেখানো পথ অনুসারে জীবনযাপন করার দিক নির্দেশনা পাওয়া যাবে।

সহিহ মুসলিম শরীফ (ইমাম মুসলিম র.)– ইসলামের ইতিহাসে বুখারী শরীফের পর মুসলিম শরীফ কে স্থান দেওয়া হয়েছে । এই গ্রন্থটিতে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে সংগৃহীত হাদিস এবং হাদীসের ব্যাখ্যা দেওয়া হয়েছে । হাদিসগুলো পড়ার মাধ্যমে আমরা বড় বড় মনীষীদের জীবনী, তাদের জীবন কাহিনী ইত্যাদি সম্পর্কে জানতে পারবো।

পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

10 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.