ইনস্টাগ্রামে নতুন উপায়ে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিন আইডির ক্ষতি ছাড়াই

আসসালামুআলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ ,কেমন আছেন আপনারা সবাই? আসা করি সকলে অনেক ভালো আছেন।

একটি ইনস্টাগ্রাম একাউন্ট হয়তো আপনার ও রয়েছে। কিন্তু ইনস্টাগ্রাম একাউন্ট রয়েছে বলে সেটাতে যে হাজার হাজার ফলোয়ার থাকবে তা কিন্তু না।

যারা বড় বড় সেলিব্রিটি তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে। কিন্তু আপনি যদি একজন সাধারন কেউ হয়ে থাকেন তাহলে কিভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়ে সবার সামনে নিজেকে ভালো ভাবে রিপ্রেজেন্ট করবেন সেটা আজকে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিবো।

আপনার ইনস্টাগ্রাম একাউন্টটিতে যদি ভালো ফলোয়ার থাকে তাহলে আপনি সেটিকে ব্যাবহার করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।এটি নিয়ে আপনাদের আগে একটি আর্টিকেলে বিস্তারিত বলেছি।তাহলে আসুন জেনে নেই কিভাবে ইনস্টাগ্রামের হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিবেন তাও রিয়েল।

কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াবেন?

১.প্রথমত একটি নতুন ইনস্টাগ্রাম একাউন্ট বানান।এরপর সেখানে 2-3 টি পোস্ট করুন।পোস্ট না করলেও হবে কিন্তু করতে অনেকটা ভালো হবে।

নিজের ভালো একটি ছবি প্রোফাইলে দিন, বায়ো তে সুন্দর কিছু একটা লিখে দিন।প্রথমত নিজের একাউন্ট বেসিক ভাবে সাজিয়ে নিন।

২. সার্চ বারে গিয়ে যেকোনো একজন সেলিব্রিটির নাম লিখে সার্চ করুন। Beingsalmankhan এইটা লিখে সার্চ করতে পারেন।

সালমান খানকে সবাই চিনেন। তিনি একজন বলিয়ুড তারকা। তার রয়েছে প্রচুর ফ্যান ফলোয়ার। তার প্রোফাইলে গিয়ে তাকে ফলো দিন, এরপর নিচে দেখবেন যে সাজেশনে অনেকের আইডি শো হচ্ছে। এদের মধ্যে যাদের প্রোফাইলে ব্লু টিক দেওয়া আছে তাদের ফলো দিন।এভাবে ৪০-৫০জনকে ফলো দিন।

এখন আপনি বলতে পারেন যে এতে আপনার লাভ কি।এতে ইনস্টাগ্রাম এর যেই অ্যালগরিদম রয়েছে সেটি আপনার একাউন্ট অনেকের ফলো সাজেশন লিস্টে শো করায়, যার কারণে আপনি এক্টিভ এবং একদম রিয়েল ফলোয়ার পেয়ে যাবেন।

এইভাবে ৪-৫ঘণ্টা পর পর ফলো করে আবার তাদের আনফলো করে দিবেন।তাহলে আপনার ফলোয়ার বাড়তেই থাকবে।বিশ্বাস না হলে নিজেই করে দেখতে পারেন।

এখন যদি আপনি দ্রুত আরো বেশি ফলোয়ার বাড়াতে চান তাহলে কি করবেন? ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন Top Follow লিখে,প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিবেন, মাত্র ৪এমবির একটি সফটওয়ার। অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

TopFollow Apk Download Link

আপনি জেনে আশ্চর্য হবেন, এই অ্যাপটিতে আপনি কোনো কাজ না করে অটো ভাবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর ফলোয়ার অনেক বাড়িয়ে নিতে পারবেন।

তার জন্য আপনার একটি ফেক ইনস্টাগ্রাম একাউন্ট থাকা লাগবে। না থাকলে অবশ্যই একটি খুলে নেবেন ২মিনিটে। এরপর অ্যাপটিতে প্রবেশ করবেন, সেখানে লগইন করতে বলবে, আপনি আপনার ফেক ইনস্টাগ্রাম একাউন্টের নম্বর কিংবা ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।

তবে আপনার ফেক ইনস্টাগ্রাম একাউন্টে ৩টি পোস্ট এবং প্রোফাইল ছবি থাকা লাগবে। একদমই সহজ যেকোনো তিনটি ছবি পোস্ট করে দেবেন।

এরপর আপনার ফেক আইডি লগইন করার পর দেখতে পাবেন। নিচে দেখবেন স্টার্ট বাটন রয়েছে সেখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ফেক আইডি থেকে অন্যান্য মানুষকে ফলো দেওয়া হবে, এতে আপনার কয়েন বাড়তেই থাকবে। আপনি কোনো কাজ করা ছাড়াই আনলিমিটেড কয়েন জমাতে পারবেন।

এরপর কয়েন জমা হয়ে গেলে নিজের আসল আইডির ইউজারনেম দিয়ে দিবেন,আর ফলোয়ার অর্ডার করে দিবেন। সর্বোচ্চ ৫মিনিটের মধ্যে ফলোয়ার চলে যাবে।

তো এইভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই।ধন্যবাদ

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.