বর্তমানে আপনি খুব সহজেই ঘরে বসে টাকা উপার্জন করতে পারবেন। জনপ্রিয় আউটসোর্সিং ওয়েবসাইট ইজওয়েবজব থেকে আপনি ভিডিও, ক্যাপচা ও অ্যাডস্ দেখে মাসে ১০,০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনার ঘরে যদি কম্পিউটার/ল্যাপটপ ও মোবাইল থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত অনলাইনে কাজ করে প্রতিদিন ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। (https://easywebjob.net/)
ইজিওয়েবজব ওয়েবসাইটে নতুন একাউন্ট কিভাবে খুলবেন:
ওয়েবসাইটে নতুন একাউন্ট খুলতে আপনাকে আপনার ব্যবহৃত ইমেইল অথবা নতুন ইমেইল একাউন্ট তৈরী করে ইজিওয়েবজব ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, ঠিকানা, ইমেইল ও মোবাইল নাম্বার দিয়ে ফরম পূরণ করে ফ্রি সাইনআপ করে নিতে হবে। একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনাকে আপনার ইমেইলে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে। এরপর আপনি আপনার একাউন্টে লগইন করে কাজ করতে পারবেন।
ইজিওয়েবজব ওয়েবসাইট কি এবং এর কাজগুলো সম্পর্কে জেনে নিন:
ইজিওয়েবজব ওয়েবসাইট হচ্ছে জনপ্রিয় একটি আউটসোর্সিং প্লাটফর্ম যার মাধ্যমে আপনি খুব সহজেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইনে ইনকাম করতে পারবেন। যেহেতু ইজিওয়েবজব ওয়েবসাইট বিদেশী একটি আউটসোর্সিং মাধ্যম সেক্ষেত্রে আপনাকে কাজ করার সময় অবশ্যই অনলাইন থেকে যেকোন ভি.পি.এন ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এবং পরবর্তীতে ভি.পি.এন কানেকশন কানেক্ট করে আপনি ইজিওয়েবজব ওয়েবসাইটে লগইন করে কাজ করতে পারবেন।
ইজিওয়েবজব ওয়েবসাইটের কাজগুলো:
- রেফার এ ফ্রেন্ড (Refer a friend)
- ভিডিও ওয়াচিং জব (Video watching job)
- এ্যাডস্ ওয়াচিং জব (Ads watching job)
- ক্যাপচা ফিলিং জব (Captcha filling job)
আপনি যখন ইজিওয়েবজব ওয়েবসাইটে লগইন করে প্রবেশ করবেন তখন আপনি বিভিন্ন ধরণের কাজ খুঁজে পাবেন। রেফার এ ফ্রেন্ড এর মাধ্যমে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন। ইজিওয়েবজব সাইট থেকে আপনি ভিডিও দেখে খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন। অনলাইনের বিভিন্ন প্রমোশনাল ভিডিও লিঙ্ক এখানে দেওয়া থাকে যার মাধ্যমে আপনি ২ থেকে ৩ মিনিট ভিডিও দেখে খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন। ইজিওয়েবজব ওয়েবসাইটে আপনি এ্যাডভার্টাইসমেন্ট দেখে উপার্জন করতে পারবেন। এই ধরণের কাজকে বলা হয় এ্যাডস্ ওয়াচিং জব। ক্যাপচা ফিলিং জব হচ্ছে ডাটা এন্ট্রি টাইপ জব যার মাধ্যমে আপনি ক্যাপচা এন্ট্রি করে খুব সহজেই প্রতিদিন ২ থেকে ৫ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। ক্যাপচাতে সংখ্যা এন্ট্রি করতে দেওয়া হবে এবং আপনি খুব সহজেই ক্যাপচা এন্ট্রি করে ট্যাস্ক পুরণ করতে পারবেন।
ইজিওয়েবজব ওয়েবসাইটে কিভাবে ডলার উইতড্রো করবেন জেনে নিন:
আপনি ইজিওয়েবজব ওয়েবসাইট থেকে খুব সহজেই ডলার উত্তোলন করতে হবে। এইজন্য আপনাকে পেপালের মাধ্যমে সর্বনিন্ম ১০ ডলার পর্যন্ত উত্তোলন করতে হবে। পরবরতীতে আপনি পেপাল থেকে বিকাশ, নগদ ও রকেটে টাকা উঠিয়ে নিতে পারবেন।
এজন্য আপনার যদি কম্পিউটার ও অনলাইন বিষয়ে সাধারণ দক্ষতা থাকে সেক্ষেত্রে আজই ইজিওয়েবজব ওয়েবসাইটে কাজ করে ইনকাম করা শুরু করে দিন।

Gd
amazing
খুব ভাল পোস্ট ও উপকারি পোস্ট
gd
Sobi tik silo tobe… Bikashe ba.. Mobail looder madhme taka ta delei valk hoto… Good…
Ok
wonderful
I like this post very much. I want to this start right now. It would have been more beneficial for me to write more details about this
Nice
nice post
ok