আর নই বাহিরের জিনিস মাখা। তক্ব ফরসা করার ঘরোয়া টিপস।

তক্ব ফরসা করার ঘরোয়া উপায়।

  • আর নই বাহিরের প্রডাক্ট  ঘরোয়া প্রডাক্ট ব্যবহার করুন।তক্ব ফরসা করতে তো অনেক প্রডাক্ট ব্যবহার করলেন।কিন্তু ভেবেছেন কি এগুলা প্রডাক্ট তক্ব এর জন্য ক্ষতিকর।এগুলা ব্যবহার এ আপনার ক্যান্সার ও হতে পারে। তাই বাহিরের প্রডাক্ট ব্যবহার না করে ঘরোয়া উপায়ে ফরসা হন।

ফরসা হওয়ার ঘরোয়া উপায়:

১.কাচা দুধ তক্বের জন্য অনেক উপকারি।কাঁচা দুধ তক্বের উজ্জ্বলতা অনেক গুন বারিয়ে দেই।

ব্যবহারের নিয়ম:একটি বাটিতে ২-৩ চামচ কাঁচা দুধ নিতে হবে।তারপর  ১ টি তুলা দুধের মধ্য ভিজিয়ে মুখে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন।এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১ সপ্তাহে আপনি আপনার তক্বের উন্নতি দেখতে পারবেন

২.লেবুর রস:লেবু রসে সাইট্রিক  এসিড থাকে যা আমাদের তক্বের ময়লা সহজেই বের করে আনতে সাহায্য করে।

ব্যবহার এর নিয়ম:একটি বাটিতে ১ চামচ লেবুর রস নিয়ে ১ তুলার সাহায্য মুখে মেখে ১০ মিনিট রেখে দিন।তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।কিছুদিন এর মধ্যই ফল পেয়ে যাবেন।                        (বি.দ্র:লেবুর রস অবশ্যই রাতে মাখবেন। কারন দিনে বেলা মাখলে রদের তাপের জন্য মুখ আরো কালো হয়ে যাবে।

৩.বেসন ও চালের গুরা:বেসন ও চালের গুড়া আমাদের তক্ব উজ্জলের জন্য অনেক উপকারি।

ব্যবহার এর নিয়ম:একটি বাটিতে ১ চামচ বেসন,১ চামচ চালের গুরা,১ চামচ মধু এবং ১ চামচ কাঁচা দুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে মুখে আধা ঘন্টার জন্য রেখে দিন।এর পর ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

৪:কফি এবংং চিনি:এই ২ টা উপকরণ তক্বের জন্য অনেক উপকারি।

ব্যবহার এর নিয়ম:১ চামচ কফি পাউডার এর সাথে ১ চামচ চিনি মিশিয়ে মুখে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫.মধু: মধু আমাদের তকের জন্য আরো একটি ভালো উপাদান। এটি আমাদের তকের উজ্জ্বলতা বারাতে সাহায্য করে।ময়লা দূর করে। তক্ব মশৃন করে।

ব্যবহার এর নিয়ম: একট বাটিতে ১ চামচ মধু আর ১ চামচ লেবুর রস মিশিয়ে মুখে ১০ মিনিট রেখে দিয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬.টমেটো :টমাটো তক্বের জন্য অনেক অনেক উপকারি। তক্কে উজ্জ্বল করতে এর কোনো জুরি নেই।

ব্যবহার এর নিয়ম: একট বাটিতে ১ টি টমেটো পেস্ট করে নিয়ে এর সাথে ১ চামচ বেসন ১ চামচ চালের গুরা,১ চামচ কাঁচা দুধ মিশিয়ে মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন।

 

উপরের পদ্ধতি গুলো ব্যবহার এ আপনার তক্ব কিছুদিন এর মধ্যই উজ্জল হয়ে উঠবে। আর কোনো সাইড ইফেক্ট নেই। ভালো লাগলে অবশ্যই ব্যবহার করবেন।।

ধন্যবাদ সবাইকে।

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.