Cheap price backlink from grathor: info@grathor.com

আরজেন্টিনা VS ব্রাজিল কে?

আপনাদের কাছে অনুরো এই যে

Marketing

আপনারা আরজেন্টিনা আর ব্রাজিল

নিয়ে এতো কিছু করছেন বা কত ধরনের গালাগালি ,আরো কত কি, 

আমার প্রশ্ন হলো কেনো করছেন এই সব কি লাভ আপনাদের কি দরকার এ সব করা এ তে করে কি হবে আপনাদের। বরং আরো খারাপ হয়ে যাচ্ছে এই সব করে কেনোনা এই সব মানুষ কে আলাদা করে দিচ্ছে বন্ধু বন্ধুরা মারামারি কাটাকাটি করছে ও বলছে আরজেন্টিনা ও বলছে ব্রাজিল জিতবে এবং বন্ধু কে শএুু তে পরিনিত করছে এবং একে অপরের শএু আপনি যদি একটু ভাবেন যে কি হচ্ছে আমাদের এই ছোট্ট সুন্দর দেশে তখনি বুছতে পারবেন আমার এই ৩০০ শব্দের কথার জবাব,,,,তাই বলছি ভাই এ সব বাদ দিয়ে আসুন এক সাথে চলি এক সাথে  বাচি,,,,যদি আমার কথাটা একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে Share করবেন,,,→অনুরোধ রইলো।

আমার কথা টুকু পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Related Posts

7 Comments

Leave a Reply