আপনার হাতের মোবাইলটিও ছড়াতে পারে করোনা ভাইরাস

পুরো বিশ্বে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাব্য অন্যতম একটি মাধ্যম হতে পারে মোবাইল ফোন। মোবাইলের ডিসপ্লের ওপর করোনা ভাইরাস এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এর বুধবারের এক প্রতিবেদনে এই আতঙ্কজনক তথ্য প্রকাশ করা করেছেন।

বিজ্ঞানীরা আরো বলছেন, শক্ত যে কোনো বস্তুর ওপর দেয়া হাঁচি ও কাশির মাধ্যমেও করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে। আর যে কোনো শক্ত বস্তুর ওপর এই করোনা ভাইরাস অনায়াসেই প্রায় এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম। এ কারণে আমাদের হাতের মোবাইল ফোনের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এজন্য দিনে কমপক্ষে দুই তিন বার অ্যালকোহল টিস্যু ব্যবহার করে মোবাইল ফোন পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

প্রফেসর উইলিয়াম (সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়) কেভিল বলেন যে, ‘আপনি আপনার হাত ধুয়ে পরিষ্কার রাখতে চেষ্টা করুন। কিন্তু সংক্রমণের সম্ভাব্য পথ যেটা সেটা হচ্ছে আপনি যদি আপনার স্মার্টফোনের ডিসপ্লেটি স্পর্শ করেন এবং সেই হাত দিয়েই আপনার মুখ স্পর্শ করেন তাহলে সমস্যা হতে পারে।

পুরো বিশ্বজুড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৯৩ হাজারেরও বেশি বলে জানা গিয়েছে। মারা গেছেন প্রায় তিন হাজার দুই’শ জনেরও অধিক মানুষ। এর মধ্যে বেশির ভাগই মারা গেছে চীনে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান নামক শহর থেকে ভাইরাসটি ছরিয়ে পড়ে। চীনের মূল ভূখণ্ডের বাইরেও দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির পরিস্থিতি এখন সবচেয়ে খারাপ রুপ নিয়েছে।

বিশ্বে চীনসহ বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বেশ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এই করোনা ভাইরাসের সংক্রমণে চীন সহ আরো কয়েকটি দেশে ক্রমাগত মানুষ মারা যাচ্ছে।

করোনা ভাইরাস ও এর লক্ষণ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী এই করোনা ভাইরাস হচ্ছে জুনোটিক। অর্থাৎ এই করোনা ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে প্রবেশ করে। উইকিপিডিয়ার তথ্য মতে জানা যায়- মানুষের মধ্যে করোনা ভাইরাস শ্বাসকষ্টের সংক্রমণ ঘটায় যা প্রায়শই হালকা হয়ে থাকে। তবে বিরল ক্ষেত্রে প্রাণঘাতী হতে দেখা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা যে, ভাইরাসটির উৎস হলো কোনো প্রাণী। মানুষের আক্রান্ত হওয়ার ঘটনাটি ঘটে চীনের উহান নামক শহরে সামুদ্রিক মাছের পাইকারি বাজারে।

বেশিরভাগ করোনা ভাইরাস বিপদজনক নয় বলে জানা যায়। কিন্তু আগে থেকে অপরিচিত এই নতুন ভাইরাসটি ভাইরাল নিউমোনিয়াকে মহামারির দিকে ঠেলে দিচ্ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রধান লক্ষণ জ্বর, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি। ভাইরাসের আক্রমণে অসুস্থতা বেশি বেড়ে গেলে কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানা যায়। এজন্য এখন থেকেই নিজে সাবধান থাকার চেষ্টা করুন এবং আপনার আশেপাশের অন্যকেও সাবধান থাকার পরামর্শ দিন। করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির কাছাকাছি যাওয়া একদমই উচিত নয়। সবসময় চেষ্টা করুন সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার।

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.