আপনার ফোনের ভাইরাস দুর করুন এখনি। [ বিস্তারিত নিয়মসহ আলোচনা]

আমাদের মোবাইল অনেক সময় ভাইরাস আক্রান্ত হয় নানা ধরনের স্পাম সাইটে প্রবেশ করার ফলে। কিন্তু এর থেকো বাঁচার উপাই কি? আপনাদের সাথে আজকে একটি এপ নিয়ে আলোচনা করব যা একদম ফ্রী তে ইনস্টল করতে পারবেন।

অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভাস্ট মোবাইল এপ। এটি এমন একটি এপ যা আপনি একদম ফ্রী তে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে এখনই আপনার মোবাইল ডিভাইসটিকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন দিয়ে সুরক্ষিত করুন।আপনার সব কিছু তা হতে পারে অনলাইনের বিজনেস, আপনার ডিভাইসে সিকিউর রাখুন এর মাধ্যমে খুব সহজেই। তো চলুন এর মাধ্যমে কি কি সম্ভব?

PRO: আপনি আপনার ছবি, গান বা এপস সমুহ পিন কোড, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড এর মাধ্যমে সিকিউর করে রাখতে পারেন।

ULTIMATE: এর মাধ্যমে আপনি আপনার যেকোন অনলাইন কার্যক্রম হাইড করতে পারেন এিং ভিপিএন এর সাহায্য নিয়ে এর মাধ্যমে যেকোন ব্যানড সাইটে এক্সেস করতে পারবেন। যেকোন ঠ্রেট টেক্সটস্ট্রিং কে ব্লক করতে পারবেন। এর মাধ্যমে আপনার ফোনের ভাইরাস ও অন্যান্য মালওযার থেকে এটি আপনার ফোনকে রক্ষা করবে।

এর জন্য আপনাকে এপটি রেগুলার স্কান করতে হবে যেন আপনি সন্দেহজনক যেকোন কিছু সহজেই ধরে ফেলতে পারেন। যেকোন এপ ইনস্টল করার পুর্বে তা ভাইরাসযুক্ত কিনা তাও চেক করে নিতে পারবেন। যেকোন ওযেবসাইটে মালওয়ারযুক্ত লিংক থেকে রক্ষা পেতে পারবেন।

এ এপটির কর্তৃৃপক্ষ প্রতি মাসে আপনার ওয়াইফাই সিকিউরিটি চেক করে এবং যদি সন্দেহজনক হয় যা আপনার ফোনের জন্য ক্ষতিকর তা তারা বন্ধ করে দিতে পারবে।

আপনি কমন যেসব ঠ্রেড থেকে প্রটেক্ট থাকবেন-
১। Trojan downloader
আপনার অজান্তে যেকোন কিছু ডাউনলোড হওয়া।
২। Locker ransomware
যেসব কিছু আপনার ডিভাইস কে অটোমেটিক লক করে দিতে পারে এবং এর ফলে আপনি আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন না।
৩। Adware
আপনার স্ক্রিনে হটাৎ হটাৎ বিভিন্ন এড ভেসে ওঠে। মুলত চাইনিজ ফোন গুলোতে এমন হয়ে থাকে।
৪। Banking trojan
এমন ঠ্রেড যার মাধ্যমে আপনার মোবাইল ব্যাংকিং এ এক্সেস নিতে পারে।
৫। Fake apps
মালওযার আপনার ফোনে থাকলে ক্ষতিকর এপ গুলোকে ফোন চিহ্নিত করতে পারে না। কিন্তু এটি থাকলে আপনার সে সমস্যা হবে না।
৬। Trojan clicker
আপনার ডাটা রিসোর্স আপনার অজান্তে ব্যবহার করে এমন ওয়েবপেজ।
৭। Spyware
আপনার ফোনের ক্ষতি করে এবং আপনার সম্পর্কে তথ্য অন্যকে প্রদান করে এমন কিছু থেকে এটি আপনাকে রক্ষা করবে।
৮। SMS Trojan
আপনার ফোন থেকে যদি অটোমেটিক এসএমএস সেন্ড হয় তাহলে তা বন্ধ করবে।

মোট কথা আপনার ফোনে কোন ধরনের ভাইরাস বা মালওয়ার বা স্পাইয়ার যদি কোন ভাবে চলে আসে তবে তা থেকে আপনার ফোন ও আপনার তথ্য গুলোকে রক্ষা করতে আপনি এ এপ টি ব্যবহার করতে পারেন। আপনি গুগল বা গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে ওপেন করে নির্দেশনা মোতাবেক বাকি সব কিছু সেট করে নিন, এবার নিশ্চিতে আপনার ফোন ব্যবহার করুন।

আশা করি আপনি উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভালো, থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.