আজকের বাস্তবতা.

আজকের দিনটা দিকে তাকালে বুঝা যায় মানুষের পরিবর্তন  কতটা হারে হয়েছে।,বুঝা যায় মানুষ নিজের জন্য অন্যের উপর কতটা  হিংস্র হতে পারে,কতটা অন্যায় করতে পারে,মানুষ হয়ে মানুষকে খুন করতে অহ তাদের হাত কাপে না,
জীবনের চলার পথটা কতটা অসহায় একজন মানুষ সে নিজে ও জানে না,চারপাশে অনেক মানুষ কিন্তু আপন কেও নায়,সবাই চলছে ট্রেন এর মত করে পিচে যাওয়ার সময় নায়,তার চলার পথে যদি কেও হয় বাধা, সেই বাধা টা শেষ করে দিতে আপন হওয়া মানুষকে খুন করতে কাপে না হাত এক বার ও……
এইটা হল আজকে বাস্তবতা……
মানুষ শুধু সফলতা আর টাকার পিছনে ছুটতে থাকছে।অই খানে থাকছে না খুন মানবতা.কোন সত্যতা…. আছে শুধু লোভ আর লালসা….
সময় টা যাচ্ছে আপন মনে আর মানুষ হচ্ছে হিংস্র থেকে আর হিংস্র. দয়া মায়া ভালবাসা এই শব্দ গুলো এখন মুখের ভাষায় হচ্ছে শুধু।আসলে মানুষের মনে থেকে এই জিনিস গুলো এখন বিলুপ্ত প্রায়.
আজকের দিনে মানুষ গুলো এমন জায়গায়  চলে গেছে যেখানে  মানুষ নামক শব্দ টা শুধু আছে,মানুষের মাঝে যে গুণ গুলো আছে তা এখন আর নেয়….
সব হারিয়ে গেছে সময়ের আদলে, এখন আছে মানুষ নামক শব্দ টা আর কিছু  না….
সময় টা যে এখন বড়ো  অসহায়….
এইটাই হল আজকের  বাস্তবতা….
আজকের সময়টা হরিয়ে যাচ্ছে অন্ধকারে ঘন কুয়াশায়… মিলিয়ে যাচ্ছে মানুষের বিবেক মনুষ্যত্ব বিলিয়ে যাচ্ছে মানুষের ভালবাসা, বন্ধুত…
কিছু মানুষ নামক পশুর  দিকে থাকালে মনে হয়,আমরা মানুষ তো…. যদি মানুষ এই হতাম এই জিনিস গুলো সহ্য করতে পারছি কিভাবে….
সত্যি কথা বলতে আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত যে অন্যের দিকে থাকানোর সময় আমাদের নেয়.আমরা তো নিজের থেকে অন্য কাওকে ভালবাসতে পারি না,আমরা শুধু নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করি মাএ….প্রয়োজন শেষ অই মানুষ টা কদর শেষ… এই হল মানুষের ধম…
এইটাই হল আজকের বাস্তবতা….
যদি আজকের মানুষ গুলোর মাঝে বিবেক বলতে কিছু থাকতো তাহলে অনেক মানুষ বেচে যেত এত অন্যায় আর অবিচার হাত থেকে… বেচে যেত হাজার মায়ের সন্তান… বেচে যেত হাজার মেয়ের জীবন, বেচে যেত ছোট ছোট হাজার মেয়ের জীবন… বেচে যেত ধষিত হওয়া হাজার মেয়ের সপ্ন…..বেচে যেত না বলা অনেক মেয়ের সপ্ন..
কিছু মানুষ বুঝতে পারে না এই কথা গুলো মানে।আসলে বুজবে কেমনে তারা কি বুঝতে চায়,নাকি বুঝার চেষ্টা করে।আসলে বুঝতে চাইলে যদি নিজের সমস্যা হয়,
প্রতিটি মানুষ যদি একে অন্যের বিপদে এগিয়ে আসত তাহলে অনেক মানুষ অনেক সমস্যার হাত থেকে বেচে যেতো….
আসলে মানুষ বিবেকের ক্ষয় হয়ে গেছে।বিবেক থাকলে অনেক মানুষ বেচে যেত…
ভুল হলে ক্ষমা করে দিবেন..আসলে  ভুল সবারই  হয়….
খোদা  হাফেজ….
আনাস২৫৮

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.