আউটসোর্সিং এর একটি ধাপ সি,পি,এ

আউটসোর্সিং এর একটি ধাপ সি,পি,এ। ত চলুন প্রথমে জেনে নেই সি পি এ টা আসলে কি? এইটা কিভাবে কাজ ?এইখান থেকে কি সত্যি টাকা ইনকাম করা যায়?সি পি এ থেকে টাকা পাব কিভাবে?

 

প্রথমেই বলে রাখছি সি পি এ এর কাজ টা যে রকম সহজ ঠিক সে রকমই কঠিন।তবে হতাশ হওয়ার কিছু নাই ।আমি আছি ত সবকিছু বলার জন্য । ত জেনে নেয়া যাক সি পি এ কি? সি পি এ এর পূর্ণরুপ হচ্ছে Cost per action.অর্থাৎ যখন কেউ আপনার দেয়া তথ্যে কোন অ্যাকশন নিবে তখনি আপনি একটা কমিশন পাবেন ।এছাড়া আরো আছে শুধু ভিউ করলেও কমিশন দেই ,আবার পন্য বিক্রিও করতে হয় অনলাইনের মাধ্যমে ।এক কথায় সি পি এ এর কাজ করতে হলে একটু বেশি পরিশ্রম করতে হবে ট্রাফিকের জন্য।যারা অনলাইনে কাজ করেন তারা হয়তো জানেন ট্রাফিক কি? তাই আমি আর অই দিকে গেলাম না।ত চলুন এখন আসা যাক এই সি পি এ কাজ করে কিভাবে আর আপনি এইখানে কাজ করবেন কিভাবে? সি পি এ এর কাজ করতে চাইলে এ সম্পর্কে একটু ভালকভাবে জেনে নেওয়ায় ভাল। যাই হোক সি পি এ এর কাজ করতে চাইলে আপনাকে সি পি এ এর যে সাইট গুলো আছে সেইখানে অ্যাকাউন্ট করতে হবে । অ্যাকাউন্ট খোলার পর এপ্রোভ এর জন্য অপেক্ষা করবেন।তবে অনেক সাইট আছে যে গুলোতে অ্যাকাউন্ট ঠিকমত করতে পারলে সাথে সাথেই এ্যাপ্রোভ দিয়ে দেয়।যাই হোক অ্যাকাউন্ট এ্যাপ্রোভ হয়ে গেলে অইখান এ দেখবেন বিভিন্ন অফার আছে যে গুলোর লিংক নিয়ে আপনাকে একটা আকর্ষনীয় ল্যান্ডিং পেইজ বানাতে হবে ।আর সেই ল্যান্ডিং পেইজটা সবার সাথে শেয়ার করতে হবে ।তবে মনে রাখবেন সি পি এ এর অফার গুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য না ।কারন সবগুলো অফারি প্রায়ই ইন্টারন্যাশনাল দেশের।অতএব আপনাকে যে দেশের অফার সিলেক্ট করবেন সেই দেশের ট্রাফিক আনতে হবে ।আশা করি এই পর্যন্ত সবাই বুঝেছেন।ত এবার আশা যাক এই সাইট গুলো পেমেন্ট দেয় কিভাবে? যেহেতু অফারগুলো ইন্টারন্যাশনাল সেহেতু টাকাগুলোও অই দেশের ডলার বা ক্যারেন্সিতে থাকবে।এজন্য আপনাকে একটি গ্লোবাল ব্যাংক এ্যাকাউন্ট খুলতে হবে ।যার মাধ্যমে আপনি আপনার বাংলাদেশি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।বেশিরভাগ সাইট গুলোই প্যাপাল আর পেওনিয়ার অ্যাকাউন্ট এ পেমেন্ট করে থাকে ।

আশা করি সবাইকে কিছুটা হলেও ধারনা দিতে পেরেছি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য।যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট এ জানাবেন।

আল্লাহ হাফেজ সবাই ভাল থাকবেন।

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.