আই উইশ

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে,ভুলে গেছ,নাকি এখনো মনে পরে আমাকে।হয়তো মনে পরেনা,আমাদের তো কোন সম্পর্ক ছিল না,শুধু ফেসবুক ফ্রেন্ড ছিলাম আমি তোমার।কিন্তু সত্যি বলতে তুমিই আমাকে হাসতে শিখিয়েছিলে,আনন্দে বাচতে শিখিয়েছিলে,তোমার বলা কথা গুলো মনে পরলে আজও আপন মনে হেসে উঠি আমি।তোমার সাথে পরিচয়ের আগে আমি খুব বোরিং পারসন ছিলাম,বাট তুমি আমায় শিখিয়েছ কিভাবে কাছের মানুষগুলোকে ভালো রাখতে হয়,মানুষকে কিভাবে হাসাতে হয়,থ্যাংক্স টু ইউ।সেদিন বসন্ত এসেছিলো মনের আঙিনায়,আমার সব মুহূর্ত গুলো জুরে ছিলে শুধু তুমি।তোমার বিদঘুটে চেহারাটাও ভালো লেগাছিলো সেদিন । তুমি প্লেবয় টাইপ ছিলে,তবুও যেন কেনো তোমাকেই ভালোবেসে ফেলেছিলাম।সেই ভালোলাগায় শুধু একা আমি ছিলাম,তুমি কোথাও ছিলেনা।তাই তো দূরে সরে গেছি আমি তোমার কাছ থেকে,গুটিয়ে নিয়েছি নিজেকে।শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ নিজেকে।কিন্তু ততোদিনে দেরি হয়ে গেছে।আসক্ত হয়ে গেছি তোমাতে,ভুলতে পারিনা তোমাকে,তোমার স্মৃতিকে । এখনো মাঝ রাতে তোমার টাইমলাইনের পোস্ট গুলো পরি,দেখি কোন মেয়ে কমেন্ট করেছে কিনা।খুব বলতে ইচ্ছে করে,”আবির অনেক ভালোবাসি তোমাকে”।কিন্তু সেটা আমার দূর্বলতা হবে,তোমার হয়তো টাইমপাস হবে,কিন্তু আমার জিবনটা শেষ হয়ে যাবে।এই না বলতে পারার যন্ত্রণাটাও অনেক,তুমি ছাড়া অনেক একা আমি,আই উইস কি তুমি একটু সিরিয়াস হতে, আমাকে ভালোবাসতে। আই উইশ কি আমি তোমার মনোরঞ্জন এর মাধ্যম না হয়ে বেচে থাকার উৎস হতাম।আই উইশ কি তুমি আর দশটা মেয়ের পিছনে না ঘুরে,শুধু আমার হয়ে থাকতা।প্রতিবার রাগারাগি হলে,আমি ফিরে ফিরে যেতাম তোমার কাছে,আই উইশ কি তুমি একবার আমার কাছে ফিরে আসতে।তুমি আসবেনা আর,বোঝা হয়ে গেছে আমার।এই প্রতিক্ষা অর্থহীন।তাই তো প্রতিনিয়ত নিজেকে বোঝাই,”জীবনে মুভ অন কর তাহসিন,অতীতকে আকড়ে ধরে আর কতদিন বাচবি,তুই বোকা তাই অপেক্ষা করছিস,অনেক হয়েছে,ও আর ফিরবেনা,ফিরবে ক্যামন করে,ও তো কোনোদিন তোর ছিলোইনা। সব ভুলে এগিয়ে যেতে হবে,এভাবে আর কতদিন”।আই উইশ কি আমার মনটা এসব বুঝতো।তোমাকে ভোলার সব চেষ্টা,সব প্রচেষ্টা আবার তোমাতে গিয়েই শেষ হয়।তুমি ছিলে,তুমি আছ,আমার হৃদয়ে,আমার মস্তিষ্কে।

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.