অবশেষে সাকিবের দেখা পাচ্ছে সাকিব ভক্তরা

আগামী ২৭ শে জুলাই সাকিব আল হাসান লাইভ আসবেন তার রেস্টুরেন্টের ফেসবুক পেজ থেকে।আরো থাকবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার।বাকি ৪ জনের মধ্যে ইমরুল কায়েস বিজনেস পার্টনার হিসেবে থাকবেন।আর বাকি ৩ ক্রিকেটার থাকবেন অতিথি হিসেবে।তারা হলেন সাব্বির রহমান,মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ.তাছাড়া তারকা ক্রিকেটারদের বাইরেও যারা থাকবেন তারা হলেন সাকিবস ৭৫ রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর ইসরাত জাহান খান জেসি এবং সাকিবস ৭৫ রেস্টুরেন্টের আরেক পার্টনার নাজমুল শাহাদাত তোহেল।মূলত সবার মধ্যে কেন্দ্র বিন্দু থাকবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।সাকিব আল হাসান সচারচর কোনো লাইভ প্রোগ্রামে আসেন না.কিন্তু এবার তিনি অনেকদিন পর ভক্তদের জন্য আসছেন নিজের রেস্টুরেন্টের ফেসবুক পেজে।তাই বলা যায়,ভক্তদের অনেক দিনের ইচ্ছা এবার পূরণ হওয়ার পথে.এদিকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদও শেষ হওয়ার পথে.সাকিব তার নিষেধাজ্ঞায় বাংলাদেশের হয়ে ৫ টি টেস্ট,৩ টি ওয়ান ডে,৭ টি টি-২০ খেলা মিস করেছেন।এর পরবর্তী নিষেধাজ্ঞায় ব্যাংঙলাদেশের আর কোনো ম্যাচ না থাকায় বলা যায় সাকিব খুব বেশি ম্যাচ খেলা থেকে বঞ্চিত হতে পারে নি.অবশ্য এই নিষেধাজ্ঞার মধ্যে সে তেমন কোনো লাইভ সেশনে কিংবা ইন্টারভিউতে যোগ দেয় নি.মাঝখানে তামিমের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক খারাপ হওয়ার গুঞ্জন থাকলেও তামিম তা ভক্তদের উদেশ্যে পরিষ্কার করে যে,তাদের মধ্যে কোনো সমস্যা নাই.তার পরেই এই প্রথমই সাকিব কোনো লাইভ সেশনে যোগ দিচ্ছে।তাই ভক্তদের তো একটি বাড়তি আকর্ষণ থাকছেই।ভক্তরা লাইভ সেশনটি সরাসরি উপভোগ করতে পারবে সাকিবস ৭৫ রেস্টুরেন্টের ফেসবুক পেজে ২৭ শে জুলাই রাত ৮ টার সময়.এত তারকার ভিড়েও যে এক উজ্জ্বল নক্ষত্র,তিনি আর কেও নন আমাদের সাকিব আল হাসান।এত সব তারকা থাকা সত্ত্বেও বাড়তি উম্মাদনা এবং আকর্ষণ তৈরী করবে সাকিবের থাকাটা।তারা আলাপ-আলোচনা করবেন বিভিন্ন ব্যাপার নিয়ে।তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৭-শে জুলাই রাত ৮ টা পর্যন্ত।আর মাত্র ৩ দিনের অপেক্ষা।তাই অপেক্ষার প্রহর গুনছে সাকিব ভক্তরা।তারপরেই সাকিবকে দেখার আকাঙ্খা মিটাতে পারবে সাকিব ভক্তরা।

Related Posts

17 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.