অচেনা মানুষ সব সময়অচেনাইথাক। 😓

প্রতিদিন কল আসে তাও অচেনা এক নাম্বার থেকে। 📱
কল দেয় কিন্ত কথা বলে না।চুপচাপ থাকে।🤫
ওমা!!!😱😱
এখন দেখি ইমুতে ও কল দেয় তাও ভিডিও কল সাহস কত বড়।।🧐
পরিচয় পর্বটাতে আসা যাক।।👇👇👇
👉(গল্পের নায়িকার নাম জুই।ডিগ্রি ১ম বর্ষের ছাত্রী।আর গল্পের নায়ক ছিল ওই অচেনা ছেলেটা নাম মাহি।
বাইরের দেশে থাকে।)👈
গল্পেই আসা যাক। 👇👇👇
ভিডিও কল দিল ধরলাম।📲
আমি তো আমার সামনের ক্যামেরা বন্ধ করে রাখলাম।
ওমা কল ধরতে না ধরতে ওই পাশ থেকে আমাকে দাঁত
দেখাছে।😬😬
মাথাটা দিলতো খারাপ করে।😡
দিলাম কলটা কেটে।আবার দিল কল ধরলাম এখন ঠিক আছে মুখটা দেখালো।আমার ক্যামেরা তো বন্ধ।
কেটে দিল।এরপর অডিও কল দিল।ধরলাম ওই পাশ থেকে ছেলেটা বলে উঠলো ক্যামেরা বন্ধ কেন করে রাখলা??
ওমা 😱আপনি আমাকে তুমি করে কেন ডাকলেন?
আমাকে কি চিনেন?আমি তো আপনার বড় ও হতে পারি তাই না?
মাহি ঃ ওকে বাবা সরি।🙏🙏🙏
জুই ঃ হুমমমম।
মাহি ঃ আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি? প্লিজ 🙏
জুই ঃ আচ্ছা ভেবে দেখব আর কি।।🤔

(কথাটা কিন্তু সকাল বেলা বলা হয়েছিল।)
(দুপুর গেলো রাত গেলো এখনও জুই কোনো উত্তর দেয় না।এরপর দিন সকাল বেলা মাহি ইমুতে মেসেজ দিল।)
মাহি ঃ কি হলো আপনার কি এখনও ভাবা শেষ হয়নি?
________
মাহি ঃ কি হলো?
________
মাহি ঃ আপনি কি রাগ করলেন নাকি?
জুই ঃ না।
মাহি ঃ যাক বাবা আসলেন আমি তো ভাবছি আপনি শ্বশুর বাড়িতে চলে গেছেন।।😂🤣
জুই ঃ আমার বিয়ে হয় নি এখনও 😡
মাহি ঃ ওকে ওকে সরি🙏
জুই ঃ হুম।
মাহি ঃ আচ্ছা উত্তরটা কি দিবেন?
জুই ঃ হুম দিব।
মাহি ঃ জ্বি বলেন।
জুই ঃ ওকে ফ্রেন্ড হতে পারি কিন্তু একটি শর্ত আছে।।
মাহি ঃ কি?
জুই ঃ আমার নাম্বার কোথায় পেয়েছেন?
মাহি ঃ সত্যি টাই বলবো?
জুই ঃ হুম।
মাহি ঃ আপনার নাম্বারটা আমি কারো থেকে নি নাই।
আমি ভুল নাম্বার টাইপ করে কল দিলাম ভাবলাম যদি কোনো ভুল থেকে সব ঠিক হয়।
জুই ঃ ও।
মাহি ঃ হুম।দেখেন ভুল নাম্বার টাইপ করে ও আপনার মতো ভালো একটা ফ্রেন্ড পেলাম।
জুই ঃ ও।
মাহি ঃ হুম।
(এভাবেই চলতে থাকলো অনেক দিন।হুট করে একদিন মাহি বলল)
মাহি ঃ আচ্ছা আমরা কি তুমি করে বলতে পারি।
জুই ঃ ওকে।
(জুই ও এখন ছেলেটাকে পছন্দ করে।ছেলে তো করেই।এভাবেই আরো কিছু দিন কেটে গেল।)
একদিন হুট করে মাহি জুইকে প্রোপোজ করে উঠলো।
মাহি ঃ আই লাভ ইউ জুই।
জুই ঃ তুমি কি পাগল হয়ে গেলে নাকি?
মাহি ঃ না।আমি ঠিকই আছি।আমি তোমাকে ভালোবাসি।
জুই ঃ সত্যি?
মাহি ঃ হুম।তুমি কি আমাকে ভালোবাসো?
জুই ঃ হুম।🙃
মাহি ঃ তাহলে কি উত্তরটা দিবেন তাড়াতাড়ি 😜
জুই ঃ হুম।আই লাভ ইউ টু।।
মাহি ঃ যাক ভাবা ভালো।
(মাহি কিন্তু এখনও দেশে ফিরে নি।কিন্তু কিছুদিন পর আসবে।)
চলতে থাকে এভাবে আরো কিছু দিন। এরপর মাহি দেশে আসলো। আর দেশে আসার পর দিনই জুইয়ের সাথে দেখা করল।এর আগে ছবিতে দেখে ছিল।
(ও আর একটি কথা জুইয়ের কিন্তু বাবা নেই।তাই সে তার আম্মুর সাথে ওর নানুর বাড়ি থাকে।)
যাই হোক দেখা হল। এভাবে চলতে থাকে।১বছর পার হয়ে গেল।কিন্তু এর ভিতর মাহি তার বিয়ের জন্য মেয়ে দেখে কিন্তু জুইকে বলে না।যখন বিয়ে ঠিক হলো তখন জুইকে বলে।আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না।সে অন্য মেয়েকে বিয়ে করবে।মাহির পরিবারের সাথে নাকি জুইয়ের পরিবার নাকি মানাবে না।কারনটা একটাই জুইয়ের বাবা নাই।সে নানুর বাড়ি থাকে। জুই তো আর জুইয়ের জায়গায় নেই।মনে হয় যেন।পায়ের নিচ থেকে মাটি সরে গেল।ভালোবাসা অসমাপ্ত রয়ে গেল।।😥

Related Posts

14 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.