অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি –

পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসম্ভব মানুষ। এক এক জনের স্বভাব চরিত্র অন্যজন  থেকে সম্পূর্ণ ভিন্ন।এদের মধ্যে কেউ কেউ অন্যের সাহায্য এ এগিয়ে আসে কেউ কেউ দূর থেকে দেখে পালিয়ে যায়।

আমাদের চারপাশে দুইধরণের ব্যক্তি রয়েছে। কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ।আর আমাদের চারপাশে অকৃতজ্ঞ মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। আমি আমি অকৃতজ্ঞ বানী এবং উক্তির সংখ্যা তুলে ধরব আপনাদের সামনে।

অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি

১.উক্তিঃ

“অকৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়৷

মানুষ বড়ই অকৃতজ্ঞ”।

২.উক্তিঃ

“অকৃতজ্ঞ মানুষ জীবনে সুখী হতে পারে না ”।

৩.উক্তিঃ

“আপনি যদি সত্যিই  অকৃতজ্ঞ হন তবে আপনি পৃথিবীর হতবাগীদের একজন”।

৪.উক্তিঃ

“আপনি পেশাদার  হয়ে থেকেও  এবং কাজ চালিয়ে যাওয়ার পরও  আপনার সাথে যা ঘটেছিল তার জন্য  যদি আপনি  কৃতজ্ঞ না হউন তাহলে আপনি শান্তি কখনো খুজ এ পাবেন না।”

৫.উক্তিঃ

“আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুর জন্য যদি অকৃতজ্ঞ থাকুন; তাহলে আপনার জীবন চলা খুব কষ্টকর হয়ে যাবে।”

৬.উক্তিঃ

“অধিক মর্যাদা লাভের জন্য কখনই অকৃতজ্ঞ হবেন  না।” 

৭.উক্তিঃ

“যিনি খুবই অকৃতজ্ঞ তিনি জীবনকে উপভোগ করতে পারেন না ।”

৮.উক্তিঃ

“সর্বদা ধন্যবাদ জানাতে কিছু খুঁজে পেতে পারি এবং অন্ধকার ও ভয়াবহ আকার ধারণকারী এমন বিভাজনের জন্যও আমাদের অকৃতজ্ঞ হওয়ার কারণ থাকতে পারে।”

৯.উক্তিঃ

“হৃদয় হ্রদয় কোন করুণা আবিষ্কার নয়”।

১০.উক্তিঃ

“কোনও ব্যক্তির কৃতজ্ঞতা না থাকে, তখন তার মানবতার মধ্যে কিছু অনুপস্থিত”।

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।

মাস্ক পড়ুন

সুস্থ থাকুন

Related topic: বিশ্বাস নিয়ে উক্তি,
অমানুষ নিয়ে উক্তি,
একতা নিয়ে উক্তি,
স্বার্থ নিয়ে উক্তি,
বাণী চিরন্তণীঃ বাণী তালিকা,
বিশ্বাসঘাতকতা নিয়ে উক্তি,
প্রতিবাদী উক্তি,
দাসত্ব নিয়ে উক্তি,অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি, অকৃতজ্ঞ মানুষ নিয়ে স্ট্যাটাস,

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.